Ajker Patrika

সুন্দরবন রক্ষার দাবিতে পথসভা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬: ২২
সুন্দরবন রক্ষার দাবিতে পথসভা

সুন্দরবন রক্ষায় বাগেরহাটে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবিতে পথসভা ও নাটিকা প্রদর্শন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও প্রাণ বাংলাদেশের যৌথ আয়োজনে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে “ফিরিয়ে দেও পৃথিবী” নামের একটি নাটিকা প্রদর্শন করা হয়।

নাটিকার মাধ্যমে মাটি, বায়ু ও পানি দূষণমুক্ত রাখার পাশাপাশি শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান অভিনেতারা। বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা নাটিকায় অভিনয় করেন।

পরে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়নের দাবিতে পথসভা করা হয়। এতে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান, সাংবাদিক আরিফুল ইসলাম, বাঁধনের মুশফিকুল ইসলাম রিতু, মামুন আহমেদ, ফারজানা ববি, চৈতি রায়, নাজমা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

আয়োজকেরা বলেন, সুন্দরবন বাংলাদেশে ফুসফুস। কিন্তু মানুষ নানা কারণে সুন্দরবনকে ধ্বংস করছে। সুন্দরবন রক্ষার জন্য বাগেরহাটে কার্বন নিঃসরণ বন্ধের কোনো বিকল্প নেই। তাই বাগেরহাটে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবিতে তাঁরা এই সচেতনতামূলক নাটিকা করেছেন। ভবিষ্যতে তাঁদের এই ধরনের আরও কর্মসূচি পালন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত