Ajker Patrika

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ১১
দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর বিরুদ্ধে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান ফকির।

দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  এসময় বিরিশিরি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান ফকির বলেন, আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম রুহুর সমর্থকেরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

গত রোববার রাতে ভূলিগাও এলাকায় নৌকা প্রতীকের সমর্থকেরা আমার কর্মীদের প্রচারে হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ সময় অটোরিকশা ও মাইক ভাঙচুর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে আহতদের নিয়ে দুর্গাপুর থানায় অভিযোগ করতে গেলে থানা পুলিশ আমার অভিযোগ আমলে না নিয়ে নৌকা প্রার্থীর অভিযোগ নিয়ে আমার সঙ্গে থাকা কর্মীদের মধ্যে ১০ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। আদালত ৯ জনের জামিন মঞ্জুর করেন।

প্রকৃত পক্ষে এই মারধরের ঘটনার সঙ্গে আমি বা আমার কোনো কর্মী জড়িত নয়। তৃণমূল পর্যায়ে আমার বিজয় নিশ্চিত জেনে আমার নির্বাচন বানচাল করতে সব সময় চেষ্টা করছে নৌকার কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত