Ajker Patrika

ছেলেকে না পেয়ে বাবা আটক, পরে মুক্তি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৫
ছেলেকে না পেয়ে বাবা আটক, পরে মুক্তি

মেঘনার শাখা খালে খনন যন্ত্র বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন দিদার হোসেন মোল্লা। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দিদারকে না পেয়ে তাঁর বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লাকে ডেকে নেওয়া হয়। পুলিশকে দিয়ে হাতকড়া পরানো হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে শত শত নারী-পুরুষ প্রশাসনের গাড়ি আটকে বিক্ষোভ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গত শনিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ ইউপি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দিদার মোল্লাকে প্রথমে ১০ লাখ এবং পরে তা কমিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেন। পলাতক দিদার মোল্লার পক্ষে পরিবারের লোকজন রাতেই আড়াই লাখ টাকা জমা দেয়। অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দিদার রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ চরবংশী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে মেশিনটির মালিক দিদার মোল্লাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় অবৈধ মেশিনটি।

সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা বলেন, ‘ছেলের অপরাধে আমাকে ডেকে নিয়ে হেনস্তা করা হয়েছে। তাঁর ব্যক্তিগত অপরাধের দায়ে আমাকে হয়রানি করা নিন্দনীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত