পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
উদ্বোধনের পাঁচ মাস পর খুলে দেওয়া হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় শুরু হয়েছে।
প্রথম জুমায় মুসল্লিদের ঢল নামে। হাজারো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। মুসল্লিদের উপস্থিতির মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ। এ যেন জুমার নয়, ঈদের জামাত।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১১ জুন গণভবন থেকে ভার্চুয়ালি দেশের বিভিন্ন এলাকার ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে মসজিদটিও ছিল। মসজিদটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। উদ্বোধনের পর মসজিদটির ফ্লোর ও দ্বিতলায় নামাজ আদায় কক্ষের গ্রিলসহ বেশ কিছু কাজ অসমাপ্ত ছিল। এ কারণে পরদিন শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মসজিদটির অসমাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত নামাজ আদায় বন্ধ করা হয়। দীর্ঘ পাঁচ মাসে সেসব কাজ শেষ হয়। এরপর গতকাল শুক্রবার থেকে মসজিদটি নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১১ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ৩৯২ টাকা ব্যয়ে এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়। এটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, মডেল মসজিদটি পাকুন্দিয়ার প্রাণকেন্দ্রে নির্মাণ করা হয়েছে। কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাশে হওয়ায় সবার নজর কাড়ছে এ মসজিদটি। অসমাপ্ত কাজ শেষ করে পুনরায় মসজিদটি চালু হয়েছে। এমনটা জানতে পেরে ফের দূর-দূরান্ত থেকে মুসল্লিরা জুমার নামাজ আদায় করার জন্য ছুটে আসেন।
সরেজমিনে দেখা গেছে, নামাজ শুরুর আগ থেকেই মুসল্লিরা মসজিদে সমবেত হতে শুরু করেন। অনেকে ছোট ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। দৃষ্টিনন্দন বড় মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি নিজেকে স্মৃতি করে রাখতে মোবাইল ফোনে সেলফি ও ছবি তুলে রাখছেন। অনেকে আবার দলবেঁধে এসেছেন। নামাজের আগে-পরে মসজিদ প্রাঙ্গণে মুসল্লির উপস্থিতিতে অনেকটাই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সোলায়মান কবিরের ইমামতিতে হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। মসজিদটিতে নারী-পুরুষ পৃথকভাবে নামাজ আদায়ের সুযোগ রয়েছে। পাঠাগার-মিলনায়তনসহ সব ধরনের সুযোগ রয়েছে এতে।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান বলেন, এখন থেকে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করতে পারবেন। নামাজ আদায়ে কোনো অসুবিধা হলে আগামী এক বছর ঠিকাদার প্রতিষ্ঠান সমাধান করে দেবে।
উদ্বোধনের পাঁচ মাস পর খুলে দেওয়া হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় শুরু হয়েছে।
প্রথম জুমায় মুসল্লিদের ঢল নামে। হাজারো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। মুসল্লিদের উপস্থিতির মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ। এ যেন জুমার নয়, ঈদের জামাত।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১১ জুন গণভবন থেকে ভার্চুয়ালি দেশের বিভিন্ন এলাকার ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে মসজিদটিও ছিল। মসজিদটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। উদ্বোধনের পর মসজিদটির ফ্লোর ও দ্বিতলায় নামাজ আদায় কক্ষের গ্রিলসহ বেশ কিছু কাজ অসমাপ্ত ছিল। এ কারণে পরদিন শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মসজিদটির অসমাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত নামাজ আদায় বন্ধ করা হয়। দীর্ঘ পাঁচ মাসে সেসব কাজ শেষ হয়। এরপর গতকাল শুক্রবার থেকে মসজিদটি নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১১ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ৩৯২ টাকা ব্যয়ে এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়। এটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, মডেল মসজিদটি পাকুন্দিয়ার প্রাণকেন্দ্রে নির্মাণ করা হয়েছে। কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাশে হওয়ায় সবার নজর কাড়ছে এ মসজিদটি। অসমাপ্ত কাজ শেষ করে পুনরায় মসজিদটি চালু হয়েছে। এমনটা জানতে পেরে ফের দূর-দূরান্ত থেকে মুসল্লিরা জুমার নামাজ আদায় করার জন্য ছুটে আসেন।
সরেজমিনে দেখা গেছে, নামাজ শুরুর আগ থেকেই মুসল্লিরা মসজিদে সমবেত হতে শুরু করেন। অনেকে ছোট ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। দৃষ্টিনন্দন বড় মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি নিজেকে স্মৃতি করে রাখতে মোবাইল ফোনে সেলফি ও ছবি তুলে রাখছেন। অনেকে আবার দলবেঁধে এসেছেন। নামাজের আগে-পরে মসজিদ প্রাঙ্গণে মুসল্লির উপস্থিতিতে অনেকটাই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সোলায়মান কবিরের ইমামতিতে হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। মসজিদটিতে নারী-পুরুষ পৃথকভাবে নামাজ আদায়ের সুযোগ রয়েছে। পাঠাগার-মিলনায়তনসহ সব ধরনের সুযোগ রয়েছে এতে।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান বলেন, এখন থেকে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করতে পারবেন। নামাজ আদায়ে কোনো অসুবিধা হলে আগামী এক বছর ঠিকাদার প্রতিষ্ঠান সমাধান করে দেবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪