Ajker Patrika

একটা জয় চাই, জয়

রানা আব্বাস, ব্রিসবেন থেকে
একটা জয় চাই, জয়

ম্যাচ হেরে গেলে দলের চেহারা হয় এক রকম, জিতলে আরেক রকম। অ্যালান বোর্ডার ফিল্ডে গতকাল প্রস্তুতি ম্যাচের পর দুই চিত্রই দেখা গেল। আফগানিস্তান দল ড্রেসিংরুম থেকে টিম বাসে গেল হাসিমুখে। আর বাংলাদেশ দল টিম হোটেলে ফিরল মলিন মুখে। টিম বাসে ওঠার আগে দলের এক সদস্য শুধু বিড়বিড়িয়ে বললেন, ‘আমাদের একটা জয় খুব দরকার। একটা জিতলেই সব ঠিক হয়ে যাবে।’

একই কথা বললেন দলের প্রতিনিধি হয়ে গতকাল সংবাদ সম্মেলনে আসা মোসাদ্দেক হোসেন সৈকতও। আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে হেরে যাওয়ার ম্যাচে কিছু রান এসেছে মোসাদ্দেকের ব্যাট থেকেই। তাঁর দাবি, সব চেষ্টাই করা হচ্ছে। তবু জয়ের দেখা মিলছে না। তিনি বিশ্বাস করেন, এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে তাঁদের শুধু একটা জয়ই দরকার, ‘শুধু মাঠের পারফরম্যান্সটা দেখছেন। দলের ভেতরে কী হচ্ছে বা খেলোয়াড়েরা সবাই একসঙ্গে কতভাবে চেষ্টা করছে, সেটা শুধু আমরাই বলতে পারব। আমরা কতভাবে যে চেষ্টা করছি, যেন একটা জয় আমরা দেশবাসীকে উপহার দিতে পারি। একটা জয় যদি আমরা পাই, আমাদের দলের বন্ধন এবং আমাদের পারফরম্যান্স অনেক ভালো হবে।’

যতই প্রস্তুতি ম্যাচ হোক, গতকাল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যেভাবে ব্যাটিং করেছে, সেটি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অবশ্য বাংলাদেশ ধারাবাহিক টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং কবেই-বা করেছে। মোসাদ্দেকও স্বীকার করে নিচ্ছেন, তাঁদের স্ট্রাইকরেট কখনোই আকর্ষণীয় ছিল না, ‘আমাদের টি-টোয়েন্টিতে কখনোই ওরকম কেউ ছিল না যার স্ট্রাইকরেট ১৩৫। এই জায়গায় উন্নতি করা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে কোচিং স্টাফ থেকে শুরু করে যাঁরা আছেন, যথেষ্ট সহায়তা করতেছেন। এখন এটা করে দেখানোর পালা।’

ভালো করতেই তো দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম তাঁর ‘ইম্প্যাক্ট’ দর্শন বাস্তবায়ন করতে চেয়েছিলেন। গত কিছুদিনে এই ইম্প্যাক্টের সঙ্গে ‘ম্যাচ-আপ’, ‘মেক শিফট ওপেনার’ কৌশলও দেখা গেল। কিন্তু ফল তেমন মেলেনি। প্রাপ্তি সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০-১৭০ রানের দুটি ইনিংস। গতকাল আফগানদের বিপক্ষে ৯৮ রান করার পর বাংলাদেশ ক্রিকেটে ‘ইম্প্যাক্ট’ শব্দটা যেন আরও জোরালো মনে হবে।

ইম্প্যাক্ট-তত্ত্বে মোসাদ্দেক অবশ্য নেতিবাচক কিছু দেখছেন না, ‘ইমপ্যাক্ট বা এক্সিকিউশন, যা-ই বলেন এগুলো আসলে খারাপ কিছু না। অবশ্যই এগুলো খুব ভালো, যদি আমরা তা কাজে লাগাতে পারি। যেহেতু আমরা কাজে লাগাতে পারছি না, তাই আমরা দল হিসেবে ভালো করতে পারছি না। টি-টোয়েন্টিতে ম্যাচে যদি ২০ রানে ৪ উইকেট পড়ে যায় সে জায়গা থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন।’

গতকাল ব্যাটিং নিয়ে হতাশা থাকলেও বোলাররা খুব একটা খারাপ করেননি। মোসাদ্দেক বলছেন, ‘দিনে দিনে বোলাররা কিন্তু উন্নতি করছে। আজও (গতকাল) পেস বোলারদের বোলিং দেখেন, তারা খুবই ভালো বোলিং করেছে, এক-দুইটা ওভার বাদ দিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে এক-দুটি ওভার এমন হবেই।’

এই হারেও অধিনায়ক সাকিব আল হাসানের সক্রিয়তা বিশেষ নজর কাড়ল। টিম বাসে ওঠার আগে তরুণ সতীর্থদের বোঝাচ্ছিলেন, প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে না ভাবতে। অ্যালান বোর্ডার ফিল্ডেই গতকাল দুপুরের ম্যাচে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ডও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলআউট হয়েছে ৯৮ রানে। অ্যালান বোর্ডার ফিল্ডে সাকিবদের ড্রেসিংরুম ‘স্টুয়ার্ট ল স্ট্যান্ডে’। গতকাল আজকের পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে লয়ের মন্তব্যটাই কেন যেন এ সময় বারবার মনে পড়ছিল, ‘সাকিব সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে যদি ছেলেরা তাঁকে অনুসরণ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত