আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
জীবনানন্দ দাশ তাঁর বাংলার রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, ‘মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে/এমনি হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ।’ এমনই এক তমালগাছের দেখা পাওয়া যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার নারচী গ্রামে। ২০০ বছরের বেশি সময়ের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে গাছটি।
তমাল একপ্রকার সপুষ্পক উদ্ভিদ। এটি বনগাব, মহেশকাণ্ড ইত্যাদি নামেও পরিচিত। ইংরেজি নাম Mottled Ebony বা Bombay ebony। বৈজ্ঞানিক নাম Diospyros cordifolia। এই গাছের আদিনিবাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনে। সুবিশাল আকৃতি আর শীতল ছায়াই নয়, ভেষজ চিকিৎসাসহ নানা ব্যবহারের জন্যও তমালগাছ সুপরিচিত।
বেসরকারি উদ্ভিদ ও কৃষি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের গবেষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এক সময় দেশের প্রায় সব এলাকায় তমালগাছের দেখা মিলত। তবে এখন গাছটি বিলুপ্তপ্রায়। বিরল প্রজাতির উদ্ভিদ এটি। ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তমালগাছকে সংরক্ষিত উদ্ভিদের তালিকাভুক্ত করা হয়।
নারচী গ্রামে বাসুদেব মন্দিরের পাশে অনেকটা অযত্ন-অবহেলায় দাঁড়িয়ে আছে তমালগাছটি। এই গাছ ঘিরে রয়েছে নানা কথা-উপকথা। সম্প্রতি নারচী গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় ৬০০ শতাংশ জায়গাজুড়ে বিশাল পুকুর। সামনে খোলা মাঠ। তার পাশেই দাঁড়িয়ে তমালগাছটি। গাছের শীতল ছায়ায় বসে মন-শরীর জুড়িয়ে নিচ্ছেন বেশ কয়েকজন মানুষ। সেখানেই কথা হলো বাসুদেব মন্দিরের সেবায়েত রাম চক্রবর্তীর সঙ্গে। তিনি জানালেন, এই মন্দিরটি ১৭৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর কয়েক বছর পরই তমালগাছটির জন্ম বলে পূর্বপুরুষের কাছে তিনি শুনেছেন। সেই হিসেবে মন্দিরটি ২৭১ বছরের পুরোনো, আর গাছটির বয়স ২৫০ বছরের বেশি।
গ্রামের বাসিন্দা শিবনাথ শীল বলেন, ‘আমার বয়স ৭৩ বছর হয়েছে। আমি ছোটবেলা থেকে গাছটিকে এভাবেই দেখছি। এমনকি আমার বাবা-কাকারাও গাছটিকে এমন বিশাল আকারেই দেখেছেন বলে তাঁদের মুখে শুনেছি।’ স্থানীয় আরেক বাসিন্দা মো. ছোরহাব হোসেন (৬৮) বলেন, দুই শতাব্দী প্রাচীন এই গাছ দেখতে এখন বিভিন্ন জায়গা থেকে অনেকেই এই গ্রামে আসেন। মন্দির সেবায়েতের ঠাকুর বিঞ্চু চক্রবর্তী বলেন, এ গাছের পাতা লম্বা-আয়তাকার, যা দেখতে অনেকটা পানপাতার মতো। বিষাক্ত বলে তমালের ফল ও পাতার সংস্পর্শে মানুষ আসতে চায় না।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘মুরব্বিদের মুখ থেকে শোনা যায়, এই তমালগাছটির বয়স ২০০ বছর কিংবা তারও বেশি বয়সী। গাছটির আঙিনাজুড়ে প্রতিবছর দোল ও জামাই মেলা হয়। এ মেলাটিও আনুমানিক ১৫০ বছরের পুরোনো। এই তমালগাছটি আমাদের ইউনিয়নের ঐতিহ্য।’
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তমালের কাণ্ড ঘনকালো গাঁটযুক্ত। এর ছায়া খুব শীতল। ঘিওরের নারচী এলাকায় ২০০ বছরের বেশি বয়সী একটি তমালগাছ রয়েছে। এ রকম বয়স্ক তমালগাছ সচরাচর দেখা যায় না। সে জন্য এর যত্ন নেওয়া দরকার।
জীবনানন্দ দাশ তাঁর বাংলার রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, ‘মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে/এমনি হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ।’ এমনই এক তমালগাছের দেখা পাওয়া যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার নারচী গ্রামে। ২০০ বছরের বেশি সময়ের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে গাছটি।
তমাল একপ্রকার সপুষ্পক উদ্ভিদ। এটি বনগাব, মহেশকাণ্ড ইত্যাদি নামেও পরিচিত। ইংরেজি নাম Mottled Ebony বা Bombay ebony। বৈজ্ঞানিক নাম Diospyros cordifolia। এই গাছের আদিনিবাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনে। সুবিশাল আকৃতি আর শীতল ছায়াই নয়, ভেষজ চিকিৎসাসহ নানা ব্যবহারের জন্যও তমালগাছ সুপরিচিত।
বেসরকারি উদ্ভিদ ও কৃষি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের গবেষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এক সময় দেশের প্রায় সব এলাকায় তমালগাছের দেখা মিলত। তবে এখন গাছটি বিলুপ্তপ্রায়। বিরল প্রজাতির উদ্ভিদ এটি। ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তমালগাছকে সংরক্ষিত উদ্ভিদের তালিকাভুক্ত করা হয়।
নারচী গ্রামে বাসুদেব মন্দিরের পাশে অনেকটা অযত্ন-অবহেলায় দাঁড়িয়ে আছে তমালগাছটি। এই গাছ ঘিরে রয়েছে নানা কথা-উপকথা। সম্প্রতি নারচী গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় ৬০০ শতাংশ জায়গাজুড়ে বিশাল পুকুর। সামনে খোলা মাঠ। তার পাশেই দাঁড়িয়ে তমালগাছটি। গাছের শীতল ছায়ায় বসে মন-শরীর জুড়িয়ে নিচ্ছেন বেশ কয়েকজন মানুষ। সেখানেই কথা হলো বাসুদেব মন্দিরের সেবায়েত রাম চক্রবর্তীর সঙ্গে। তিনি জানালেন, এই মন্দিরটি ১৭৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর কয়েক বছর পরই তমালগাছটির জন্ম বলে পূর্বপুরুষের কাছে তিনি শুনেছেন। সেই হিসেবে মন্দিরটি ২৭১ বছরের পুরোনো, আর গাছটির বয়স ২৫০ বছরের বেশি।
গ্রামের বাসিন্দা শিবনাথ শীল বলেন, ‘আমার বয়স ৭৩ বছর হয়েছে। আমি ছোটবেলা থেকে গাছটিকে এভাবেই দেখছি। এমনকি আমার বাবা-কাকারাও গাছটিকে এমন বিশাল আকারেই দেখেছেন বলে তাঁদের মুখে শুনেছি।’ স্থানীয় আরেক বাসিন্দা মো. ছোরহাব হোসেন (৬৮) বলেন, দুই শতাব্দী প্রাচীন এই গাছ দেখতে এখন বিভিন্ন জায়গা থেকে অনেকেই এই গ্রামে আসেন। মন্দির সেবায়েতের ঠাকুর বিঞ্চু চক্রবর্তী বলেন, এ গাছের পাতা লম্বা-আয়তাকার, যা দেখতে অনেকটা পানপাতার মতো। বিষাক্ত বলে তমালের ফল ও পাতার সংস্পর্শে মানুষ আসতে চায় না।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘মুরব্বিদের মুখ থেকে শোনা যায়, এই তমালগাছটির বয়স ২০০ বছর কিংবা তারও বেশি বয়সী। গাছটির আঙিনাজুড়ে প্রতিবছর দোল ও জামাই মেলা হয়। এ মেলাটিও আনুমানিক ১৫০ বছরের পুরোনো। এই তমালগাছটি আমাদের ইউনিয়নের ঐতিহ্য।’
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তমালের কাণ্ড ঘনকালো গাঁটযুক্ত। এর ছায়া খুব শীতল। ঘিওরের নারচী এলাকায় ২০০ বছরের বেশি বয়সী একটি তমালগাছ রয়েছে। এ রকম বয়স্ক তমালগাছ সচরাচর দেখা যায় না। সে জন্য এর যত্ন নেওয়া দরকার।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫