Ajker Patrika

বনবিবি নিয়ে কোক স্টুডিওতে মেঘদল

বনবিবি নিয়ে কোক স্টুডিওতে মেঘদল

কিছুদিন আগে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় নতুন সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’। একটা লোকাল বাসে চালক, সহকারী ও যাত্রীদের যে বিচিত্র অভিজ্ঞতা হয়, সেটাই গানে গানে তুলে এনেছেন রিয়াদ হাসান, তৌফিক আহমেদ ও পল্লব। চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষার র‍্যাপ আরও প্রাণবন্ত করেছে গানটিকে।

মুড়ির টিন এরই মধ্যে ইউটিউবে ৭৫ লাখের বেশি দর্শক দেখেছেন। দর্শকেরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন পরবর্তী গানের।

কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার আসবে দ্বিতীয় সিজনের দ্বিতীয় গান। এ গানে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড মেঘদলকে। তাদের গানের শিরোনাম ‘বনবিবি’। ‘যখন পৃথিবী ঘুমিয়ে যায়, প্রকৃতি জেগে ওঠে, পাতার মর্মরে ফুলের সুবাসে, সে আসে নীরবে’—এমন কথায় নতুন গানে শ্রোতাদের আচ্ছন্ন করবে মেঘদল।

ব্যান্ডটি যাকে নিয়ে গান বেঁধেছে, সেই বনবিবি মূলত একজন লৌকিক দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে বসবাস করা মৎস্যজীবী, মধুয়াল ও কাঠুরিয়া জনগোষ্ঠী পূজা করে বনবিবিকে। তারা বিশ্বাস করে, এই দেবী সুন্দরবনের বাঘের হাত থেকে তাদের রক্ষা করে। অনেক প্রাচীন লোককাব্যে পাওয়া যায় বনবিবির নাম। আঞ্চলিক জনজীবনের বিশ্বাসের সঙ্গে মিশে থাকা এই চরিত্রকে এবার নিজেদের গানে নিয়ে এসেছে মেঘদল ব্যান্ড।

বনবিবি গানের ভিডিওতেও থাকবে সুন্দরবনের আবহ। তার আভাস পাওয়া গেল গানটির পোস্টারে। ঘন জঙ্গল। পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে জোনাকি। তার ভেতর হেঁটে যাচ্ছে এক ছায়াশরীর। সেই বনবিবি। শরীরজুড়ে তার লতা-গুল্ম জড়ানো, মাথায় পাতার মুকুট। কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, কাল দিবাগত রাত ১টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। এ প্ল্যাটফর্মে এটাই মেঘদল ব্যান্ডের প্রথম পারফরম্যান্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই ও সালাম এয়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত