Ajker Patrika

খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ১৩
খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন

মানবতার স্বার্থে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে গণ-অনশনে এ আহ্বান জানান তাঁরা।

মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এটা অমানবিক।

এ সময় ডা. শাহাদাত আরও বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু, দাঁত ও গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছেন। তাঁর রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। সত্যিকার অর্থে তাঁকে যদি সুস্থ করতে হয়, তাহলে এ দেশে সেই ধরনের কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই।

গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই গণঅনশন। বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক, জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি বিএনপি নেতাদের জুস পান করিয়ে অনশন ভাঙান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত