Ajker Patrika

মৌলভীবাজারে পৌঁছাল ৬০ হাজার টিকা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩: ১৫
মৌলভীবাজারে পৌঁছাল ৬০ হাজার টিকা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ গ্রহণ করা ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আজ বৃহস্পতিবার। এই ক্যাম্পেইনকে সামনে রেখে মৌলভীবাজারে পৌঁছেছে সিনোফার্মের ৬০ হাজার ডোজ টিকা।

গতকাল বুধবার সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জনের কার্যালয়।

টিকা গ্রহণ করেন সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার মো. রবিউস সানি, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মো. শাহ্ আলম, সহকারী স্টোর কিপার (ইপিআই) প্রশান্ত কর্মকার এবং আহসানুল হক মোস্তফা।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানায়, এই ধাপে আসা ৬০ হাজার ডোজ টিকা ২৮ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ টিকাদান ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহৃত হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে গণ টিকাদান কর্মসূচি পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। সে সময় চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। কিছু জায়গায় পরের আরও দুই দিন এই কর্মসূচি চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত