চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র, দুই কাউন্সিলর, সার্ভেয়ার, স্কুল শিক্ষকসহ ২৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গোমস্তাপুর উপজেলার প্রসাদপুরের নাজমা বেগম নামে এক নারীর করা মামলায় তাঁরা কারাগারে গেছেন।
গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির এ আদেশ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের আদালত পরিদর্শক মো. শহিদুল্লাহ।
নাজমা বেগম গত বছরের ১৬ সেপ্টেম্বর বাদী হয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, ইট-রড চুরি ও গুরুতর জখমের অভিযোগে আদালতে মামলা করেন। নাজমা বেগম গোমস্তাপুর উপজেলার নুনগোলা প্রসাদপুরের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী।
এই মামলায় রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাদিকুল ইসলাম, পৌরসভার সার্ভেয়ার বারিউল ইসলাম, প্রসাদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলীসহ ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর মেয়র মতিউর রহমান খানের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন দুষ্কৃতকারী নাজমার বাড়ির ইটের প্রাচীর ভেঙে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে নাজমার ছেলে নাজমুল ফেরদৌস গুরুতর আহত হন। দুষ্কৃতকারীরা মেয়রের হুকুমে ট্রাকে করে ইট-রড চুরি করে নিয়ে যান। এতে বাদীপক্ষের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
এ ঘটনায় গত বছরের ১৬ সেপ্টেম্বর নাজমা বাদী হয়ে মেয়র মতিউর রহমানকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ আমলি আদালত গোমস্তাপুরে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গোস্তাপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেন। একই বছরের ১৪ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার নজির।
বাদীপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, ইট-রড চুরি ও গুরুতর জখমের অভিযোগে মেয়র মতিউরসহ ২৬ জনের নামে মামলা করেন নাজমা বেগম। আসামিরা মীমাংসার শর্তে গতকাল সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। বাদীর মালামালগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে আদালতের নির্দেশ তাঁরা মানেননি। আদালতের আদেশ অমান্য করায় বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র, দুই কাউন্সিলর, সার্ভেয়ার, স্কুল শিক্ষকসহ ২৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গোমস্তাপুর উপজেলার প্রসাদপুরের নাজমা বেগম নামে এক নারীর করা মামলায় তাঁরা কারাগারে গেছেন।
গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির এ আদেশ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের আদালত পরিদর্শক মো. শহিদুল্লাহ।
নাজমা বেগম গত বছরের ১৬ সেপ্টেম্বর বাদী হয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, ইট-রড চুরি ও গুরুতর জখমের অভিযোগে আদালতে মামলা করেন। নাজমা বেগম গোমস্তাপুর উপজেলার নুনগোলা প্রসাদপুরের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী।
এই মামলায় রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাদিকুল ইসলাম, পৌরসভার সার্ভেয়ার বারিউল ইসলাম, প্রসাদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলীসহ ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর মেয়র মতিউর রহমান খানের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন দুষ্কৃতকারী নাজমার বাড়ির ইটের প্রাচীর ভেঙে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে নাজমার ছেলে নাজমুল ফেরদৌস গুরুতর আহত হন। দুষ্কৃতকারীরা মেয়রের হুকুমে ট্রাকে করে ইট-রড চুরি করে নিয়ে যান। এতে বাদীপক্ষের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
এ ঘটনায় গত বছরের ১৬ সেপ্টেম্বর নাজমা বাদী হয়ে মেয়র মতিউর রহমানকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ আমলি আদালত গোমস্তাপুরে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গোস্তাপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেন। একই বছরের ১৪ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার নজির।
বাদীপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, ইট-রড চুরি ও গুরুতর জখমের অভিযোগে মেয়র মতিউরসহ ২৬ জনের নামে মামলা করেন নাজমা বেগম। আসামিরা মীমাংসার শর্তে গতকাল সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। বাদীর মালামালগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে আদালতের নির্দেশ তাঁরা মানেননি। আদালতের আদেশ অমান্য করায় বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫