Ajker Patrika

অর্ধকোটি টাকা নিয়ে উধাও

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ০১
অর্ধকোটি টাকা নিয়ে উধাও

যশোরের অভয়নগরে ওভা ফাউন্ডেশন নামে একটি সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সমিতির সদস্যরা ফাউন্ডেশনের সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট মাইলপোস্ট এলাকার একটি ভবনে ওভা ফাউন্ডেশনের কার্যালয়। ২০১৬ সাল থেকে উপজেলার রাজঘাট, জাফরপুর, মাইলপোস্ট, গাজীপুর, তালতলা, নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক নিম্ন আয়ের শতাধিক নারী-পুরুষ ডিপিএস ও সঞ্চয় বইয়ের মাধ্যমে আনুমানিক অর্ধকোটি টাকা সমিতিতে জমা দিয়েছেন। এর বিপরীতে তাঁদের ১৫ শতাংশ হারে মুনাফা দেওয়ার কথা।

সরেজমিনে রোববার সকালে রাজঘাট মাইলপোস্টে গিয়ে দেখা গেছে, ওভা ফাউন্ডেশনের অফিসটি তালাবদ্ধ। ভবনের সামনে ফাউন্ডেশনের সভাপতি আবু দাউদকে পেয়ে প্রায় অর্ধশত নারী-পুরুষ সদস্য টাকা ফিরে পেতে পাশ বই নিয়ে বিক্ষোভ করছেন।

ভুক্তভোগী নাছিমা বেগম জানান, তিনি ২০২০ সালে এক লাখ টাকা পাশ বইয়ের মাধ্যমে জমা দেন। স্বামীর ক্যানসার চিকিৎসার জন্য টাকা ফেরত চাইতে এসে অফিস তালাবদ্ধ দেখেন।

ওভা ফাউন্ডেশনের সভাপতি আবু দাউদ বলেন, ‘সাধারণ সম্পাদক নুরুজ্জামান আমার ১০ লাখসহ সদস্যদের টাকা নিয়ে পালিয়ে গেছেন। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে এর দায় আমার ওপর পড়েছে।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত