Ajker Patrika

যত্রতত্র মেলে গ্যাস সিলিন্ডার বোতলভর্তি করে পেট্রল বিক্রি

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
যত্রতত্র মেলে গ্যাস সিলিন্ডার  বোতলভর্তি করে পেট্রল বিক্রি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার ও পেট্রলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। এক লিটার অথবা আধা লিটার ওজনের বোতলে পেট্রল বিক্রি হচ্ছে বাধা ছাড়াই। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় থেকে ট্রেড লাইন্সেসই এসব ব্যবসায়ীর সম্বল। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে চললেও সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ ওঠেছে।

গতকাল সোমবার দুপুরে সরেজমিনে উপজেলার মইজ্জ্যেরটেক, শিকলবাহা চৌমুহনী, কলেজ বাজার, ক্রসিং, ফকিরনীর হাট, ফাজিলখার হাট, বড়উঠানের মিয়ার হাট, ব্রিজঘাট, জামতলা বাজার, জুলধা পাইপের ঘোরা, মাস্টারহাট, চরপাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার ও পেট্রলসহ নানা দাহ্য পদার্থ। বিভিন্ন দোকানে এক লিটার অথবা আধা লিটার ওজনের বোতলে পেট্রল ভরে সাজিয়ে রাখা হয়েছে। যে কেউ চাইলেই কিনতে পারছেন বোতলভর্তি পেট্রল।

মইজ্জ্যেরটেক, শিকলবাহা চৌমুহনী, কলেজ বাজার, ফকিরনীর হাটসহ এসব এলাকায় বড়-বড় গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ নিয়ে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন ব্যবসায়ীরা।

জনবহুল ও শিল্প এলাকায় ঝুঁকিপূর্ণভাবেই এসব ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন রয়েছে নির্বিকার।

নাম প্রকাশ না করার শর্তে একজন গ্যাস সিলিন্ডার বিক্রেতা বলেন, ‘আমরা ছোট ব্যবসায়ী। সারা দিনে দু-একটা সিলিন্ডার বিক্রি করি। এ আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’ লোকজনের চাহিদা থাকায় ডিলারদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে এসে তাঁরা বিক্রি করেন। দোকানে ইউপি কার্যালয়ের ট্রেড লাইসেন্স আছে বলেও তিনি জানান।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, খুচরা দোকানে বিক্রির জন্য সর্বোচ্চ ১০টি গ্যাস সিলিন্ডার রাখা যায়। এর বেশি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক। দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই।

শাহিনা সুলতানা আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোকান ও প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত