Ajker Patrika

ঈদের জন্য ‘বখাটে’

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬: ৪৩
ঈদের জন্য ‘বখাটে’

টিভি নাটকে অনেক আগে থেকেই অভিনয় করছেন অ্যালেন শুভ্র। তবে খানিকটা অনিয়মিত। গতানুগতিক ধারার বাইরের চরিত্রগুলো ফুটিয়ে তোলার দক্ষতার কারণে নির্মাতাদের কাছে প্রিয় নাম—অ্যালেন শুভ্র। অন্যদিকে নিশাত প্রিয়মের অভিনয়জীবন বেশি দিনের না হলেও এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অ্যালেন শুভ্র ও নিশাত প্রিয়ম একসঙ্গে আসছেন ঈদের নাটকে। সম্প্রতি তাঁরা অভিনয় করলেন ‘বখাটে’ নাটকে। নাটকটি লিখেছেন সাদেক সাব্বির, বানিয়েছেন সরদার রোকন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অ্যালেন শুভ্র বলেন, ‘নাটকটির গল্প আমার ভালো লেগেছে। সরদার রোকনের পরিচালনায় এর আগেও কাজ করেছি। এবারের অভিজ্ঞতাও খুব ভালো। নাটকটি রোজার ঈদে প্রচারিত হওয়ার কথা।’ একই নির্মাতার ‘পোস্টমর্টেম’ নামে আরেকটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন শুভ্র। এ ছাড়া তিনি অভিনয় করছেন সকাল আহমেদের ‘বড় ভাই বনাম ছোট ভাই’, ‘মন কাবা’, নাজমুল হুদা ইমনের ‘কুল-এজ’সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে। নিশাত প্রিয়ম জানিয়েছেন, এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদের নাটক বলেই এটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি। কিছুদিন আগে আজাদ কালামের পরিচালনায় ‘উল্টো পিঠে ঘৃণা’ নাটকের কাজ করেছেন নিশাত। মাছরাঙা টিভিতে শুরু হয়েছে নিশাত অভিনীত ধারাবাহিক ‘শারীরিক শিক্ষা’। এটি বানিয়েছেন খায়রুল পাপন। এ ছাড়া নিশাত প্রিয়ম অভিনীত ‘মিট মাই বয়ফ্রেন্ড’ নাটকটিও সাড়া ফেলেছে। এতে তাঁর সঙ্গে আছেন শামীম হাসান সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত