Ajker Patrika

আগুনে পুড়ল ৬টি ঘর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
আগুনে পুড়ল ৬টি ঘর

নাটোরের গুরুদাসপুরে আগুনে কৃষকের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়েছে একটি গোয়ালঘরও। গতকাল সোমবার বেলা ২টার দিকে আগুন লাগে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা পুর্বপাড়ার জামাল উদ্দিনের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূচনা। মুহূর্তের মধ্যে গোয়ালঘর থেকে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে যাওয়া পাঁচটি বসতঘরের মালিক পেশায় কৃষক। আগুনে গোয়ালঘরের একটি ছাগল ও ১০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দ্রুততম সময়ে তিনিসহ অগ্নি নির্বাপক টিম ঘটনাস্থলে পৌঁছে। আগুনে আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন জানান, তাঁর তিন সহোদরের ঘর পাশাপাশি। কোনো এক ঘরে আগুন লাগলে দ্রুত অন্য ঘরগুলোতে ছড়িয়ে পরে। আগুনে তাঁদের এক প্রতিবেশীর ঘরও পুড়েছে। তাঁরা প্রাণ নিয়ে বের হতে পারলেও ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে।

খুবজীপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে তিনি ২ হাজার টাকা ও শীতের কম্বল দিয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত