নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালানোর সময় নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, পিটিয়ে জখম করার পর নদীতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মারা যাওয়া ওই আসামির নাম সুজন দাস (২৬)। তিনি সদর উপজেলার হাজীপুর এলাকার অজিত দাসের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সুজন দাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর সাজা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। গতকাল মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে শহরতলির হাজিপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে এক হাতে হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশকে আঘাত করেন। এরপর পালানোর জন্য পাশের হাড়িধোয়া নদীতে ঝাঁপ দেন এবং নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আটকে যান। পরে পুলিশ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ ও চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা মিলে তাঁকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে হত্যা করেছে। সুজনের মা অজান্তা সাহা ও বোন পিংকি সাহা বলেন, শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে হাজিপুর এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে পূর্বশত্রুতার জের ধরে একটি চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা পুলিশের সহযোগিতায় তাঁকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। তাঁরা এই হত্যার বিচার চান।
তবে এ অভিযোগ অস্বীকার করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের সময় আসামি সুজন দাসের ছুরিকাঘাতে একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। পালানোর সময় নদীর মাঝখানে কোনো কিছুতে আটকা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
নরসিংদী সদর উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালানোর সময় নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, পিটিয়ে জখম করার পর নদীতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মারা যাওয়া ওই আসামির নাম সুজন দাস (২৬)। তিনি সদর উপজেলার হাজীপুর এলাকার অজিত দাসের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সুজন দাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর সাজা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। গতকাল মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে শহরতলির হাজিপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে এক হাতে হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশকে আঘাত করেন। এরপর পালানোর জন্য পাশের হাড়িধোয়া নদীতে ঝাঁপ দেন এবং নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আটকে যান। পরে পুলিশ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ ও চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা মিলে তাঁকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে হত্যা করেছে। সুজনের মা অজান্তা সাহা ও বোন পিংকি সাহা বলেন, শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে হাজিপুর এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে পূর্বশত্রুতার জের ধরে একটি চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা পুলিশের সহযোগিতায় তাঁকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। তাঁরা এই হত্যার বিচার চান।
তবে এ অভিযোগ অস্বীকার করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের সময় আসামি সুজন দাসের ছুরিকাঘাতে একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। পালানোর সময় নদীর মাঝখানে কোনো কিছুতে আটকা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫