রংপুর প্রতিনিধি
গঙ্গাচড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে ট্রাক্টরচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর বাম পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।
গতকাল বুধবার রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহত মিল্লাত মিয়ার মা মানিকা বেগম ও বাবা আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন।
পরিবারের সদস্যরা দাবি করেন, বর্তমানে মিল্লাতের ডান পাও কেটে ফেলার উপক্রম হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ অবস্থায় সে পরীক্ষা দিতে না পেরে পঙ্গুত্ব বরণ করতে চললেও থানা-পুলিশ মামলা নেয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রংপুর আনন্দলোক ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিল্লাত গত ২৯ নভেম্বর বিকেলে গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ এলাকার চেংডোবা গ্রামে জমিতে কাজ করছিল। এ সময় সাহেব আলী ও লাভলু মিয়া কৌশলে মিল্লাতকে ডেকে নিয়ে ট্রাক্টরে উঠতে বলেন। এ সময় সে ট্রাক্টরে ওঠার চেষ্টা করলে চালক পরিকল্পিতভাবে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যান।
এ ঘটনায় মিল্লাতের দুই পায়ের ওপর দিয়ে ট্রাক্টরটি চলে গেলে সে গুরুতর জখম হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে মিল্লাতের পরিবারে সদস্যদের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য প্রতিপক্ষ হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
মিল্লাতের চাচা ইব্রাহীম মিয়া জানান, ঘটনার পর গঙ্গাচড়া মডেল থানায় মামলা করার জন্য গেলে পুলিশ তা রেকর্ড করেনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমার কাছে কেউ মামলা করতে আসে নাই। আসলে মামলা নেওয়া হবে।’
গঙ্গাচড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে ট্রাক্টরচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর বাম পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।
গতকাল বুধবার রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহত মিল্লাত মিয়ার মা মানিকা বেগম ও বাবা আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন।
পরিবারের সদস্যরা দাবি করেন, বর্তমানে মিল্লাতের ডান পাও কেটে ফেলার উপক্রম হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ অবস্থায় সে পরীক্ষা দিতে না পেরে পঙ্গুত্ব বরণ করতে চললেও থানা-পুলিশ মামলা নেয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রংপুর আনন্দলোক ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিল্লাত গত ২৯ নভেম্বর বিকেলে গঙ্গাচড়ার দক্ষিণ কোলকোন্দ এলাকার চেংডোবা গ্রামে জমিতে কাজ করছিল। এ সময় সাহেব আলী ও লাভলু মিয়া কৌশলে মিল্লাতকে ডেকে নিয়ে ট্রাক্টরে উঠতে বলেন। এ সময় সে ট্রাক্টরে ওঠার চেষ্টা করলে চালক পরিকল্পিতভাবে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যান।
এ ঘটনায় মিল্লাতের দুই পায়ের ওপর দিয়ে ট্রাক্টরটি চলে গেলে সে গুরুতর জখম হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে মিল্লাতের পরিবারে সদস্যদের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য প্রতিপক্ষ হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
মিল্লাতের চাচা ইব্রাহীম মিয়া জানান, ঘটনার পর গঙ্গাচড়া মডেল থানায় মামলা করার জন্য গেলে পুলিশ তা রেকর্ড করেনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমার কাছে কেউ মামলা করতে আসে নাই। আসলে মামলা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫