Ajker Patrika

বহু প্রতীক্ষার এসএসসি পরীক্ষা শুরু

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২৩: ০৪
বহু প্রতীক্ষার এসএসসি পরীক্ষা শুরু

হবিগঞ্জ ও মৌলভীবাজার করোনা মহামারির দেড় বছর পর প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষায় শুরু হয়েছে। গতকাল রোববার থেকে সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা হয়। তা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পরীক্ষা হয় দেড় ঘণ্টা। এতে এবার হবিগঞ্জ জেলা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৭ হাজার ৭৯৪ জন। মৌলভীবাজারে ২৯ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে:

হবিগঞ্জ: জেলায় এ বছর সাধারণ, ভকেশনাল এবং দাখিল মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৭ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি সাধারণ ২৩ হাজার ৩১ জন, দাখিল চার হাজার ১০০ জন এবং ভকেশনাল ৬৬৩ জন। জেলায় মোট ৫৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এর মধ্যে সাধারণ ৩১টি, দাখিল নয়টি এবং ভকেশনাল পাঁচটি কেন্দ্রে।

এদিকে, উপজেলাভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা এসএসসি (সাধারণ) হবিগঞ্জ সদর ৩ হাজার ৫৪৩, চুনারুঘাটে ৩ হাজার ৭৯৭, বানিয়চংয়ে ২ হাজার ৮১৯, মাধবপুরে ৩ হাজার ৬০০, নবীগঞ্জে ৩ হাজার ৫৯৫, বাহুবলে ১ হাজার ৮৯৭, লাখাইয়ে ১ হাজার ৫৪৯, আজমিরীগঞ্জে ১ হাজার ১২৪ এবং শায়েস্তাগঞ্জে ১ হাজার ১০৭ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, করোনা পরিস্থিতির কারণে শুধুমাত্র গ্রুপের বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়। রোববার শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হয়।

মৌলভীবাজার: মহামারি পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর এই পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলো। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার আগে ও চলাকালে করণীয় নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। ২৯ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সময়সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। এ তথ্য জানান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেলার সকল কেন্দ্রে। এ ছাড়া জেলায় মোট তিনজন শিক্ষার্থী কারাগার থেকে কারাবিধি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলেন জানান জেলা প্রশাসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত