Ajker Patrika

কোর্ট ফি সংকটে ভোগান্তি

কাজল সরকার, হবিগঞ্জ
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ১৪
কোর্ট ফি সংকটে ভোগান্তি

হবিগঞ্জ আদালতে কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি সংকট দেখা দিয়েছে। এতে আদালতে আইনজীবীদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ভোগান্তির শিকার হতে হচ্ছে বিচারপ্রার্থীদের।

স্ট্যাম্প ভেন্ডারদের অভিযোগ, জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় চাহিদামতো কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি পাওয়া যাচ্ছে না। আবার সেখান থেকে এগুলো সংগ্রহ করতেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া কিছু অসাধু ব্যবসায়ী বাইরের জেলা থেকে কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি এনে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলেও অভিযোগ করেন তাঁরা। তবে জেলা প্রশাসক বলছেন, দ্রুত কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফির সংকট দূর করা হবে।

আইনজীবী ও স্ট্যাম্প ভেন্ডারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জজ আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে এবং আসামিদের জামিন আবেদনের ক্ষেত্রে কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফির প্রয়োজন হয়। যে কারণে জেলায় প্রতিদিন কয়েক সহস্রাধিক কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফির চাহিদা রয়েছে। এসব কাগজ আইনজীবীরা সংগ্রহ করেন নির্ধারিত ভেন্ডারদের কাছ থেকে। আর ভেন্ডাররা সংগ্রহ করেন জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুবছর ধরে হবিগঞ্জের আদালত প্রাঙ্গণে এসব পণ্যের সংকট সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আদালত বন্ধ ছিল। খোলার পর বিভিন্ন মামলার অগ্রগতি হচ্ছে। এতে চাহিদা বেড়েছে কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফির। যে কারণে এখন সংকট আগের তুলনায় তীব্র হয়েছে।

বানিয়াচং উপজেলার ওয়াহিদ মিয়া এসেছেন আদালতে মামলা মামলা করতে। এর জন্য তাঁর কোর্ট ফি দরকার। তিনি বলেন, কোর্ট ফি চাইলেও অনেক সময় পাওয়া যায় না। কোনো কোনো সময় স্ট্যাম্প ভেন্ডাররা অতিরিক্ত দাম চান।

স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মো. আতাউর রহমান বলেন, ‘আমার প্রতি মাসে অন্তত ৭০০ কার্টিজ পেপার দরকার। কিন্তু আমরা পাই না ২০০ পেপারও। এক মাসে কার্টিজ পেপারের জন্য আবেদন করলে আরেক মাসেও পাওয়া যায় না। এ ছাড়া স্ট্যাম্প ও কোর্ট ফির প্রচুর সংকট। যে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে আমাদের, বিচারপ্রার্থী এবং আইনজীবীদের।’

আতাউর রহমান আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অন্য জেলা থেকে নকল কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি এনে হবিগঞ্জে বিক্রি করছেন। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে গত ৬ অক্টোবর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি দেওয়ার জন্যও পৃথক আরেকটি আবেদন করা হয়েছে।

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, ‘আদালত প্রাঙ্গণে কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফি চাহিদার তুলনায় অনেক কম সরবরাহ থাকায় অনেক মামলায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও আইনজীবীরা। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি। তিনি দ্রুত এ সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন।’

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি খোঁজ-খবর নিয়েছি। কার্টিজ পেপার, স্ট্যাম্প ও কোর্ট ফির সংকট সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি। আশা করি খুব শিগগিরই সংকট সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত