মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে দারুণ সূচনা করেছিল হরর-কমেডি বলিউড সিনেমা ‘স্ত্রী ২’। গত ১৫ আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। এক মাস পার হয়ে গেলেও এখনো আলোচনার কেন্দ্রে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি।
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার রেকর্ড গুঁড়িয়ে দিয়ে ‘স্ত্রী ২’ এখন ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা ম্যাডডক ফিল্মস।
গতকাল এক্সে ম্যাডডক ফিল্মস থেকে স্ত্রী ২ সিনেমার একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘ভারতীয় বক্স অফিসের সর্বকালের সেরা ১ নম্বর হিন্দি সিনেমা’। গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘জওয়ান’ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় আয় করেছিল ৬৪০.২৫ কোটি রুপি। হিন্দিতে সংগ্রহ ছিল ৫৮২.৩১ কোটি রুপি। অন্যদিকে হিন্দি ভাষায় স্ত্রী ২ সিনেমার আয় দাঁড়িয়েছে ৫৮৬ কোটি রুপি। এখনো প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, স্ত্রী ২ সিনেমার আয় ৬০০ কোটি ছাড়িয়ে যাবে।
এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা। সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সে আসলে ভূত।
স্ত্রী ২ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।
মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে দারুণ সূচনা করেছিল হরর-কমেডি বলিউড সিনেমা ‘স্ত্রী ২’। গত ১৫ আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। এক মাস পার হয়ে গেলেও এখনো আলোচনার কেন্দ্রে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি।
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার রেকর্ড গুঁড়িয়ে দিয়ে ‘স্ত্রী ২’ এখন ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা ম্যাডডক ফিল্মস।
গতকাল এক্সে ম্যাডডক ফিল্মস থেকে স্ত্রী ২ সিনেমার একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘ভারতীয় বক্স অফিসের সর্বকালের সেরা ১ নম্বর হিন্দি সিনেমা’। গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘জওয়ান’ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় আয় করেছিল ৬৪০.২৫ কোটি রুপি। হিন্দিতে সংগ্রহ ছিল ৫৮২.৩১ কোটি রুপি। অন্যদিকে হিন্দি ভাষায় স্ত্রী ২ সিনেমার আয় দাঁড়িয়েছে ৫৮৬ কোটি রুপি। এখনো প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, স্ত্রী ২ সিনেমার আয় ৬০০ কোটি ছাড়িয়ে যাবে।
এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা। সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সে আসলে ভূত।
স্ত্রী ২ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪