Ajker Patrika

জাটকা বিক্রি বন্ধে বাজার পরিদর্শন

বাঘা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ২৮
জাটকা বিক্রি বন্ধে বাজার পরিদর্শন

জাটকা বিক্রি বন্ধে বাঘায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বাজার পরিদর্শন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাঘা বাজার ও মীরগঞ্জ এলাকা পরিদর্শন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আমিরুল ইসলাম, ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, পলাশ উদ্দিন প্রমুখ। এ সময় বাজারগুলোতে ৫০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম পর্যন্ত ইলিশ দেখা যায়। কোনো জাটকা না থাকায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, প্রতি বছরের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জাটকা (১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার) মাছ আহরণ, বিক্রি, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।

এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পোস্টার বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রচার ও ব্যানার স্থাপন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত