Ajker Patrika

মাহেন্দ্রচালকের প্রাণ ঝড়ল সড়কে

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৪
মাহেন্দ্রচালকের প্রাণ ঝড়ল সড়কে

অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহেন্দ্র চালক সুমন মোল্লা (২৫) ফুলতলার জামিরা এলাকার বাসিন্দা ছিলেন। আহত ৩ জন হলেন উপজেলার একতারপুর এলাকার নিশাত বেগম (৩৭), ফুলতলা এলাকার রফিকুল (৬০) ও রেজাউল (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়াগামী মাহেন্দ্রটির সঙ্গে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মাহেন্দ্র চালক ঘটনাস্থলেই নিহত হন। মাহেন্দ্রতে থাকা আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ইফাত শারমিন দীপ্তি জানান, গুরুতর আহত ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত সুমন মোল্লাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত