মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বেতন থেকে প্রতি মাসে একটি নির্ধারিত অংশ কেটে রাখা হয়। চাকরির মেয়াদ শেষ হলে আমাকে সেই টাকা অন্যান্য পুরস্কারের অর্থসহ দেওয়া হবে, যাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। এই টাকার জন্য কি আমাকে এখন জাকাত দিতে হবে?
সালমান ফারসি, ঢাকা
উত্তর: প্রভিডেন্ট ফান্ড হিসেবে চাকরি শেষে এককালীন যে অর্থ দেওয়া হয়, তা চাই বেতন থেকে কেটে নেওয়া অংশ হোক বা পুরস্কার হিসেবে দেওয়া অংশ—আপনি এখনো সেই অর্থের মালিকানা বুঝে পাননি। তাই বর্তমানে আপনাকে সেই জমা হতে থাকা অর্থের জন্য যেমন জাকাত দিতে হবে না, তেমনি চাকরি শেষেও অতীতের দিনগুলোর জন্য জাকাত দিতে হবে না। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তো অতীতে জমা হয়নি, বরং হস্তান্তর করার সময়ই তা আপনার নামে দেওয়া হবে, তাই অতীতের দিনগুলোর জন্য জাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আর বেতন থেকে নির্ধারিত হারে কেটে রাখা অর্থ যেহেতু চাকরিজীবীর মালিকানায় থাকলেও দখলে ছিল না, তাই তাতেও জমা হতে থাকা সময়ে জাকাত ওয়াজিব হবে না। তবে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার পরে সেই অর্থ এক বছর অতিক্রান্ত হলে এবং নিসাব পরিমাণ হলে যথারীতি জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া: ২ / ৩০২-৩০৩; ইমদাদুল ফাতাওয়া: ২ / ৪৪-৪৮; ফাতাওয়া হিন্দিয়া: ১ / ১৭৫; রদ্দুল মুহতার: ২ / ৩০৬; জদিদ ফিকহি মাসায়েল: ১ / ১৪৫-১৪৬।
ব্যাংকে জমা থাকা অর্থের জাকাতব্যাংকে টাকা জমা থাকলে তার জন্য কি জাকাত দিতে হবে? চলতি হিসাবের টাকায়ও কি জাকাত আসে, না শুধু ফিক্সড ডেপোজিটে? এ ব্যাপারে জানতে চাই।
রহমান মুন্সি, টাঙ্গাইল
উত্তর: ব্যাংকে টাকা জমা থাকলে সেই টাকা যদি জাকাতের নিসাব পরিমাণ হয় এবং জাকাত ওয়াজিব হওয়ার অন্যান্য শর্ত যেমন—এক
বছর অতিক্রম হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি ফিক্সড ডিপোজিট নাকি চলতি হিসাব, নাকি সঞ্চয়ী হিসাব, তা বিবেচনা করা হবে না। কারণ গ্রাহক স্বেচ্ছায় অর্থ জমা করেছেন। তাই দখলও তাঁর বিবেচনা করা হবে। ব্যাংক এ ক্ষেত্রে আমানত রক্ষাকারী মাত্র। তাই আমানত হিসেবে রাখা সম্পদে জাকাত ওয়াজিব বলেছেন আলেমগণ। মোট কথা, স্বেচ্ছায় জমা রাখা
প্রতিটি সম্পদের বিপরীতে শর্ত পাওয়া গেলে জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া আলমগিরি: ১ / ২৭০; ফাতাওয়া মাহমুদিয়া: ৩ / ৫৭; আল-বাহরুর রায়িক: ২ / ৪৪-৪৮।
উত্তর দিয়েছেন
লেখক: গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতী, গুলশান, ঢাকা
আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বেতন থেকে প্রতি মাসে একটি নির্ধারিত অংশ কেটে রাখা হয়। চাকরির মেয়াদ শেষ হলে আমাকে সেই টাকা অন্যান্য পুরস্কারের অর্থসহ দেওয়া হবে, যাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। এই টাকার জন্য কি আমাকে এখন জাকাত দিতে হবে?
সালমান ফারসি, ঢাকা
উত্তর: প্রভিডেন্ট ফান্ড হিসেবে চাকরি শেষে এককালীন যে অর্থ দেওয়া হয়, তা চাই বেতন থেকে কেটে নেওয়া অংশ হোক বা পুরস্কার হিসেবে দেওয়া অংশ—আপনি এখনো সেই অর্থের মালিকানা বুঝে পাননি। তাই বর্তমানে আপনাকে সেই জমা হতে থাকা অর্থের জন্য যেমন জাকাত দিতে হবে না, তেমনি চাকরি শেষেও অতীতের দিনগুলোর জন্য জাকাত দিতে হবে না। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তো অতীতে জমা হয়নি, বরং হস্তান্তর করার সময়ই তা আপনার নামে দেওয়া হবে, তাই অতীতের দিনগুলোর জন্য জাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আর বেতন থেকে নির্ধারিত হারে কেটে রাখা অর্থ যেহেতু চাকরিজীবীর মালিকানায় থাকলেও দখলে ছিল না, তাই তাতেও জমা হতে থাকা সময়ে জাকাত ওয়াজিব হবে না। তবে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার পরে সেই অর্থ এক বছর অতিক্রান্ত হলে এবং নিসাব পরিমাণ হলে যথারীতি জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া: ২ / ৩০২-৩০৩; ইমদাদুল ফাতাওয়া: ২ / ৪৪-৪৮; ফাতাওয়া হিন্দিয়া: ১ / ১৭৫; রদ্দুল মুহতার: ২ / ৩০৬; জদিদ ফিকহি মাসায়েল: ১ / ১৪৫-১৪৬।
ব্যাংকে জমা থাকা অর্থের জাকাতব্যাংকে টাকা জমা থাকলে তার জন্য কি জাকাত দিতে হবে? চলতি হিসাবের টাকায়ও কি জাকাত আসে, না শুধু ফিক্সড ডেপোজিটে? এ ব্যাপারে জানতে চাই।
রহমান মুন্সি, টাঙ্গাইল
উত্তর: ব্যাংকে টাকা জমা থাকলে সেই টাকা যদি জাকাতের নিসাব পরিমাণ হয় এবং জাকাত ওয়াজিব হওয়ার অন্যান্য শর্ত যেমন—এক
বছর অতিক্রম হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি ফিক্সড ডিপোজিট নাকি চলতি হিসাব, নাকি সঞ্চয়ী হিসাব, তা বিবেচনা করা হবে না। কারণ গ্রাহক স্বেচ্ছায় অর্থ জমা করেছেন। তাই দখলও তাঁর বিবেচনা করা হবে। ব্যাংক এ ক্ষেত্রে আমানত রক্ষাকারী মাত্র। তাই আমানত হিসেবে রাখা সম্পদে জাকাত ওয়াজিব বলেছেন আলেমগণ। মোট কথা, স্বেচ্ছায় জমা রাখা
প্রতিটি সম্পদের বিপরীতে শর্ত পাওয়া গেলে জাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়া আলমগিরি: ১ / ২৭০; ফাতাওয়া মাহমুদিয়া: ৩ / ৫৭; আল-বাহরুর রায়িক: ২ / ৪৪-৪৮।
উত্তর দিয়েছেন
লেখক: গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতী, গুলশান, ঢাকা
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫