Ajker Patrika

প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে?

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯: ৩১
প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে?

আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বেতন থেকে প্রতি মাসে একটি নির্ধারিত অংশ কেটে রাখা হয়। চাকরির মেয়াদ শেষ হলে আমাকে সেই টাকা অন্যান্য পুরস্কারের অর্থসহ দেওয়া হবে, যাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। এই টাকার জন্য কি আমাকে এখন জাকাত দিতে হবে?

সালমান ফারসি, ঢাকা

উত্তর: প্রভিডেন্ট ফান্ড হিসেবে চাকরি শেষে এককালীন যে অর্থ দেওয়া হয়, তা চাই বেতন থেকে কেটে নেওয়া অংশ হোক বা পুরস্কার হিসেবে দেওয়া অংশ—আপনি এখনো সেই অর্থের মালিকানা বুঝে পাননি। তাই বর্তমানে আপনাকে সেই জমা হতে থাকা অর্থের জন্য যেমন জাকাত দিতে হবে না, তেমনি চাকরি শেষেও অতীতের দিনগুলোর জন্য জাকাত দিতে হবে না। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তো অতীতে জমা হয়নি, বরং হস্তান্তর করার সময়ই তা আপনার নামে দেওয়া হবে, তাই অতীতের দিনগুলোর জন্য জাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আর বেতন থেকে নির্ধারিত হারে কেটে রাখা অর্থ যেহেতু চাকরিজীবীর মালিকানায় থাকলেও দখলে ছিল না, তাই তাতেও জমা হতে থাকা সময়ে জাকাত ওয়াজিব হবে না। তবে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার পরে সেই অর্থ এক বছর অতিক্রান্ত হলে এবং নিসাব পরিমাণ হলে যথারীতি জাকাত ওয়াজিব হবে।

সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া: ২ / ৩০২-৩০৩; ইমদাদুল ফাতাওয়া: ২ / ৪৪-৪৮; ফাতাওয়া হিন্দিয়া: ১ / ১৭৫; রদ্দুল মুহতার: ২ / ৩০৬; জদিদ ফিকহি মাসায়েল: ১ / ১৪৫-১৪৬। 

ব্যাংকে জমা থাকা অর্থের জাকাতব্যাংকে টাকা জমা থাকলে তার জন্য কি জাকাত দিতে হবে? চলতি হিসাবের টাকায়ও কি জাকাত আসে, না শুধু ফিক্সড ডেপোজিটে? এ ব্যাপারে জানতে চাই।

রহমান মুন্সি, টাঙ্গাইল

উত্তর: ব্যাংকে টাকা জমা থাকলে সেই টাকা যদি জাকাতের নিসাব পরিমাণ হয় এবং জাকাত ওয়াজিব হওয়ার অন্যান্য শর্ত যেমন—এক 
বছর অতিক্রম হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি ফিক্সড ডিপোজিট নাকি চলতি হিসাব, নাকি সঞ্চয়ী হিসাব, তা বিবেচনা করা হবে না। কারণ গ্রাহক স্বেচ্ছায় অর্থ জমা করেছেন। তাই দখলও তাঁর বিবেচনা করা হবে। ব্যাংক এ ক্ষেত্রে আমানত রক্ষাকারী মাত্র। তাই আমানত হিসেবে রাখা সম্পদে জাকাত ওয়াজিব বলেছেন আলেমগণ। মোট কথা, স্বেচ্ছায় জমা রাখা 
প্রতিটি সম্পদের বিপরীতে শর্ত পাওয়া গেলে জাকাত ওয়াজিব হবে। 

সূত্র: ফাতাওয়া আলমগিরি: ১ / ২৭০; ফাতাওয়া মাহমুদিয়া: ৩ / ৫৭; আল-বাহরুর রায়িক: ২ / ৪৪-৪৮। 

উত্তর দিয়েছেন
লেখক: গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতী, গুলশান, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত