Ajker Patrika

মুক্তিযোদ্ধা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮: ৫২
মুক্তিযোদ্ধা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বরিশালের উজিরপুরের মুক্তিযোদ্ধা ও তাঁর বড় ছেলে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। গত শুক্রবার বেলা ১২ টায় উজিরপুর প্রেসক্লাবের সভা কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে ছনিয়া আক্তার । লিখিত বক্তব্যে জানানো হয়, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গত ২৯ জুলাই মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। তাঁর মৃত্যুর ১০ দিন পর বড় ছেলে বিপ্লব তালুকদার চিকিৎসাদিন অবস্থায় মারা যান।

লিখিত বক্তব্য থেকে জানা যায়, নিহত দেলোয়ার হোসেনের ছোট ছেলে জুয়েল তালুকদার বাদী হয়ে ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সঠিক বিচার নিয়ে সংশয় রয়েছেন নিহত মুক্তিযোদ্ধার পরিবার।

লিখিত বক্তব্যে তারা আরও জানানো হয়, আসামিরা জামিনে এসে এবং আসামির আত্মীয়স্বজনরা নিহতদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এ কারণে গত ১৫ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে আসামি করে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার অন্যতম আসামি সাইদুল বেপারী উচ্চ আদালত থেকে জামিনে আছেন। বাদীর পরিবারকে কেউ যদি হুমকি দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত