Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রহস্যের অবসান আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রহস্যের অবসান আজ

অস্ট্রেলিয়ার-ভারতের মতো দলগুলো এর মধ্যে বিশ্বকাপ দল দিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা না দিলেও গত কদিনে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে বেশ রহস্যই হয়েছে; যেটার অবসান হতে যাচ্ছে। আজ বুধবার বিকেলে বিশ্বকাপ দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে দল ঘোষণার আগে ভালোই ধাক্কা খেয়েছে টিম ম্যানেজমেন্ট। মিরপুরে শ্রীধরন শ্রীরামের তিন দিনের বিশেষ ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটারদের পরখ করে নিয়ে দল ঘোষণা করতে চেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি-বাধায় ক্যাম্প এক দিনেই পণ্ড হয়ে গেছে। আকাশের দস্যিপনায় তাই ক্রিকেটারদের সেভাবে দেখতে পারেননি টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম। প্রথম দিন তা-ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় অনুশীলন চালিয়ে নেওয়া গেছে। কাল সেটাও সম্ভব হয়নি। সকাল থেকেই টানা বৃষ্টিতে 
ম্যাচ আবহে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা।

এই মুহূর্তে আমার জন্য বলা কঠিন (মাহমুদউল্লাহর থাকা না-থাকা)। দলের সমন্বয়ের ওপরও অনেক কিছু নির্ভর করে।

নাজমুল হাসান পাপন
সভাপতি, বিসিবি  

তবে আর অপেক্ষা বাড়াচ্ছে না বিসিবি। দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা না-থাকা। জোর গুঞ্জন, মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা ক্ষীণ। গতকাল অনুশীলন দেখতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত কিছু বলতে চাননি দলের সিনিয়র ক্রিকেটারের ভাগ্য নিয়ে। দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতি নিশ্চিত কিছু না বলায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। মাহমুদউল্লাহ ইস্যুতে অবশ্য বল টিম ম্যানেজমেন্টের কোর্টে ঠেলে দিয়েছেন পাপন, ‘এই মুহূর্তে আমার জন্য বলা কঠিন (মাহমুদউল্লাহর থাকা না-থাকা)। দলের সমন্বয়ের ওপরও অনেক কিছু নির্ভর করে। কম্বিনেশনে ওরা কী চিন্তা করছে, সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে, ততক্ষণ বুঝতে পারছি না।’

মাহমুদউল্লাহর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাঁকে মাঠ থেকে বিদায় দিতে চায় বিসিবি। এর বাইরে বিশ্বকাপ দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। গত কদিনে দল নির্বাচনে নীতিনির্ধারকদের কথাতেই সেটা পরিষ্কার। দু-একটি জায়গা নিয়ে দ্বিধায় তাঁরা। আরেকটা চিন্তার ব্যাপার ছিল, দলের নিয়মিত কয়েকজন ক্রিকেটারের চোট সমস্যা। সেটাও অনেকটাই কাটিয়ে উঠেছেন অনেকেই। চোট কাটিয়ে ওঠা লিটন, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদদের দলে থাকা একরকম নিশ্চিত। লোয়ার মিডল অর্ডারে মাহমুদউল্লাহর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রাব্বীর।

বোলিং বিভাগেও দু-একটা জায়গা নিয়ে আছে রহস্য। অস্ট্রেলিয়া কন্ডিশনে পাঁচ পেসার নিয়ে যেতে চায় বাংলাদেশ। এই মুহূর্তে বিবেচনায় আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। মোস্তাফিজ, তাসকিন, হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে সাইফউদ্দিনের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ইবাদত ও শরীফুলের যেকোনো একজন বাদ পড়তে পারেন। স্পিন বিভাগে নাসুম আহমেদ ও মেহেদী হাসানের সাকিব আল হাসানের সঙ্গী হওয়া একপ্রকার নিশ্চিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত