Ajker Patrika

অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরি

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৫
অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরি

ভেতরে নোংরা পরিবেশ। সেখানেই তৈরি করা হতো চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য। নেই হালনাগাদ অনুমোদন। যা–ও অনুমোদন ছিল তার থেকে পণ্য উৎপাদন করছিল একাধিক রকমের। এমন নানান তথ্য–প্রমাণ পাওয়া গেছে যশোরের মনিরামপুরের নূর ফুড নামের একটি কারখানার বিরুদ্ধে।

গতকাল বুধবার দুপুরে সাতনল বাজারের কারখানাটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক আব্দুল মালেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানার পরিবেশ মানসম্মত করাসহ সব রকমের ত্রুটি সংশোধনের জন্য ২০ দিনের সময় বেঁধে দেন ইউএনও সৈয়দ জাকির হাসান।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার যশোর অঞ্চলের সহকারী পরিচালক খালিদ বিন হাবিব আদালত পরিচালনায় অংশ নেন।

বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘অভিযান পরিচালনাকালে আদালত দেখতে পান, নূর ফুডের চানাচুর তৈরির বিএসটিআইয়ের হালনাগাদ অনুমোদন নেই।’

সাইফুল ইসলাম বলেন, ‘তাঁরা নোংরা পরিবেশে চানাচুর মোড়কজাত করছেন। শুধুমাত্র চানাচুর তৈরির অনুমোদন নিয়ে কারখানা মালিক মুড়ি, ডাল ভাজা, কেক ও বিস্কুট উৎপাদন করছেন। তা ছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ নেই। নেই মূল্য তালিকাও।’

সাইফুল ইসলাম বলেন, ‘এ সব অভিযোগে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ত্রুটি সংশোধনের জন্য তাঁদের ২০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত