Ajker Patrika

আমলে কাসিরের মর্ম ও বিধান

মুফতি খালিদ কাসেমি
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৯: ২১
আমলে কাসিরের মর্ম ও বিধান

স্তম্ভের দ্বিতীয়টি নামাজ। মহানবী (সা.) বলেন, ‘ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এক. আল্লাহকে এক বলে বিশ্বাস করা। দুই. নামাজ কায়েম করা। তিন. জাকাত আদায় করা। চার. রমজানের রোজা পালন করা এবং পাঁচ. হজ করা।’ (মুসলিম)

ইমানের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এক দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘(দীনের) সকল কাজের মূল হচ্ছে ইসলাম (অর্থাৎ কালিমা) এবং তার স্তম্ভ হলো নামাজ। আর সর্বোচ্চ চূড়া জিহাদ।’ (মিশকাত)

একাগ্রতা নামাজের প্রাণ। একাগ্রতার সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব অনেক। কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের সাতটি গুণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটি হলো, বিনয়, নম্রতা ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা। মহান আল্লাহ এরশাদ করেন, ‘নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ। যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।’ (সুরা মুমিনুন: ১-২)

নামাজরত ব্যক্তির এমন কোনো কাজ, যা নামাজ পরিপন্থী—শরিয়তের পরিভাষায় এমন কাজকে আমলে কাসির বলা হয়। আমলে কাসিরের মর্মের ব্যাপারে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো, নামাজের মধ্যে নামাজি ব্যক্তির এমন কোনো কাজ করা, যে কারণে নামাজের বাইরের কেউ দেখলে নামাজির ব্যাপারে এ ধারণা জন্মে যে এই ব্যক্তি এখন আর নামাজে নেই। যেমন—একই রোকনের মধ্যে তিনবারের বেশি শরীর চুলকানো কিংবা তিনবার টুপি ঠিক করা। নামাজের মধ্যে রিং বেজে উঠলে মোবাইল ফোন বের করে নম্বর দেখে রিংটোন বন্ধ করা ইত্যাদি। নামাজে এ ধরনের কাজ করলে নামাজ ভেঙে যায়। 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত