নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাঁকা হয়ে গেছে বরিশালে বিএনপি কার্যালয়। গতকাল বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতেও সীমিত অবস্থান দেখা গেছে নেতা-কর্মীদের। কারণ হিসেবে জানা গেছে, বরিশালের অধিকাংশ নেতা-কর্মী এরই মধ্যে রাজধানীতে অবস্থান করছেন। গ্রেপ্তার ও গায়েবি মামলা থেকে রেহাই পেতে নিজ নিজ উদ্যোগে তাঁরা কয়েক দিন আগে থেকেই বরিশাল ছেড়েছেন।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজধানীর নির্দিষ্ট স্থান থেকে ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা আঁটছেন বরিশালের নেতা-কর্মীরা। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১০ ডিসেম্বর ইস্যুতে নগরের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা
প্রস্তুত আছেন।
মঠবাড়িয়ায় বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন দুলাল জানান, তাঁর তিন কর্মীকে পুলিশ আটক করেছে। একজনকে মঠবাড়িয়া এবং দুজনকে সদরঘাট থেকে আটক করা হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান জানান, বাকেরগঞ্জ থেকে তিন নেতাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে ৯২ জনকে। মামলা আর গ্রেপ্তার এড়িয়ে নেতা-কর্মীরা ঢাকায় চলে এসেছেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানান, তাঁরা ১০ ডিসেম্বরের সমাবেশে অংশ নিতে অধিকাংশই এখন ঢাকায়।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না। তাই ১০ ডিসেম্বরে বরিশাল বিএনপির সবাই যাঁর যাঁর মতো করে যেখানে পৌঁছার পৌঁছে গেছে।
তবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর ইস্যুতে কোনো কর্মসূচি দিয়ে বিএনপিকে সুযোগ করে দেবে না। তাঁরা বরিশালে যে সমাবেশ করেছে, তাতে কি আওয়ামী লীগ বাধা দিয়েছে। তিনিজানান, ষড়যন্ত্র করলে এর উচিত জবাব দেবে আওয়ামী লীগ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, পুলিশ যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। সে হিসেবে ১০ ডিসেম্বর ঘিরেও প্রস্তুত আছে।
ফাঁকা হয়ে গেছে বরিশালে বিএনপি কার্যালয়। গতকাল বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতেও সীমিত অবস্থান দেখা গেছে নেতা-কর্মীদের। কারণ হিসেবে জানা গেছে, বরিশালের অধিকাংশ নেতা-কর্মী এরই মধ্যে রাজধানীতে অবস্থান করছেন। গ্রেপ্তার ও গায়েবি মামলা থেকে রেহাই পেতে নিজ নিজ উদ্যোগে তাঁরা কয়েক দিন আগে থেকেই বরিশাল ছেড়েছেন।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজধানীর নির্দিষ্ট স্থান থেকে ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা আঁটছেন বরিশালের নেতা-কর্মীরা। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১০ ডিসেম্বর ইস্যুতে নগরের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা
প্রস্তুত আছেন।
মঠবাড়িয়ায় বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন দুলাল জানান, তাঁর তিন কর্মীকে পুলিশ আটক করেছে। একজনকে মঠবাড়িয়া এবং দুজনকে সদরঘাট থেকে আটক করা হয়।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান জানান, বাকেরগঞ্জ থেকে তিন নেতাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে ৯২ জনকে। মামলা আর গ্রেপ্তার এড়িয়ে নেতা-কর্মীরা ঢাকায় চলে এসেছেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানান, তাঁরা ১০ ডিসেম্বরের সমাবেশে অংশ নিতে অধিকাংশই এখন ঢাকায়।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না। তাই ১০ ডিসেম্বরে বরিশাল বিএনপির সবাই যাঁর যাঁর মতো করে যেখানে পৌঁছার পৌঁছে গেছে।
তবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর ইস্যুতে কোনো কর্মসূচি দিয়ে বিএনপিকে সুযোগ করে দেবে না। তাঁরা বরিশালে যে সমাবেশ করেছে, তাতে কি আওয়ামী লীগ বাধা দিয়েছে। তিনিজানান, ষড়যন্ত্র করলে এর উচিত জবাব দেবে আওয়ামী লীগ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, পুলিশ যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। সে হিসেবে ১০ ডিসেম্বর ঘিরেও প্রস্তুত আছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫