Ajker Patrika

বিএনপির নেতা-কর্মীশূন্য কার্যালয়, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএনপির নেতা-কর্মীশূন্য কার্যালয়, সতর্ক পুলিশ

ফাঁকা হয়ে গেছে বরিশালে বিএনপি কার্যালয়। গতকাল বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতেও সীমিত অবস্থান দেখা গেছে নেতা-কর্মীদের। কারণ হিসেবে জানা গেছে, বরিশালের অধিকাংশ নেতা-কর্মী এরই মধ্যে রাজধানীতে অবস্থান করছেন। গ্রেপ্তার ও গায়েবি মামলা থেকে রেহাই পেতে নিজ নিজ উদ্যোগে তাঁরা কয়েক দিন আগে থেকেই বরিশাল ছেড়েছেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাজধানীর নির্দিষ্ট স্থান থেকে ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা আঁটছেন বরিশালের নেতা-কর্মীরা। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১০ ডিসেম্বর ইস্যুতে নগরের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা 
প্রস্তুত আছেন।

মঠবাড়িয়ায় বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন দুলাল জানান, তাঁর তিন কর্মীকে পুলিশ আটক করেছে। একজনকে মঠবাড়িয়া এবং দুজনকে সদরঘাট থেকে আটক করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান জানান, বাকেরগঞ্জ থেকে তিন নেতাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে ৯২ জনকে। মামলা আর গ্রেপ্তার এড়িয়ে নেতা-কর্মীরা ঢাকায় চলে এসেছেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার জানান, তাঁরা ১০ ডিসেম্বরের সমাবেশে অংশ নিতে অধিকাংশই এখন ঢাকায়।  
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না। তাই ১০ ডিসেম্বরে বরিশাল বিএনপির সবাই যাঁর যাঁর মতো করে যেখানে পৌঁছার পৌঁছে গেছে।  

তবে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর ইস্যুতে কোনো কর্মসূচি দিয়ে বিএনপিকে সুযোগ করে দেবে না। তাঁরা বরিশালে যে সমাবেশ করেছে, তাতে কি আওয়ামী লীগ বাধা দিয়েছে। তিনিজানান, ষড়যন্ত্র করলে এর উচিত জবাব দেবে আওয়ামী লীগ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, পুলিশ যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। সে হিসেবে ১০ ডিসেম্বর ঘিরেও প্রস্তুত আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত