Ajker Patrika

রেকর্ড গড়ল জানুয়ারির দলবদল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ২১
রেকর্ড গড়ল জানুয়ারির দলবদল

ইতিহাসই গড়ে ফেলল জানুয়ারির দলবদল। মৌসুমের মাঝখানের এই দলবদল বা ট্রান্সফার উইন্ডোতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিনিয়োগ দেখলে যে কারও চোখ কপালে উঠবেই! মোট ৮১৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১১ হাজার কোটি টাকা) খরচ হয়ে গেছে তাদের গত এক মাসে। যেটা গত মৌসুমের ২৯৫ মিলিয়ন পাউন্ড খরচের চেয়ে তিন গুণ!

এর আগে প্রিমিয়ার লিগে জানুয়ারির দলবদলে সর্বোচ্চ খরচ হয়েছিল ২০১৮ সালে ৪৩০ কোটি মিলিয়ন পাউন্ড, যা এবারের চেয়ে ৯০ শতাংশ কম। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দলবদলে মোট খরচ ২.৫ বিলিয়ন পাউন্ড। আর জানুয়ারির দলবদলের শেষদিনেই ব্যয় হয়েছে ২৭৫ পাউন্ড। দেলোইত্তি স্পোর্টস বিজনেস গ্রুপের সহকারী পরিচালক কালাম রস বলেছেন, ‘জানুয়ারিতে দলবদলে রেকর্ড হয়েছে। পেরিয়ে গেছে ২০১৮ জানুয়ারির ৪৩০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড।’

প্রিমিয়ার লিগে ২০০৩ সালের দিকে দলবদলের ঘর ছিল শতক মিলিয়ন পাউন্ডের ঘরে। তবে দুই দশকের সেটি এখন ৮০০-এর ঘরে।ইউরোপের ফুটবল শত বছরের ইতিহাসে প্রথম মিলিয়ন ইউরো দলবদল দেখেছে ২০১৩ সালে। সে বছর টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদ ওয়েলস উইঙ্গারকে কিনে ১০০ মিলিয়ন ইউরোতে। বেলের নামই হয়ে যায় ‘হানড্রেড মিলিয়ন ম্যান’। এখন তো প্রতি মৌসুমে এমন চুক্তি এক-দুইটা হয়েই থাকে। তবে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরো চুক্তির রেকর্ডটি এখনো ধরে রেখেছেন নেইমার। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা ছেড়ে এই রেকর্ডগড়া চুক্তিতে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

 ২০২১-২২ মৌসুমে ১১৮ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জ্যাক গ্রিলিশ। এত দিন পর্যন্ত ইংলিশ ফুটবল এটিই ছিল সর্বোচ্চ দামি চুক্তি। তবে পরশু সেটি ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ। জানুয়ারির দলবদলের শেষ দিনের শেষ মুহূর্তে বেনফিকা থেকে ১২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) ২২ বছর বয়সী তারকাকে কিনেছে চেলসি। শেষ মুহূর্তে এনজোকে কেনার গুঞ্জনকে সত্যি করে ব্লুজরা।

মধ্যবর্তী দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি। কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজোকে কেনার আগেই ২০৮.৫ মিলিয়ন ইউরো খরচ করে ক্লাবটি। ৪৯.৪ মিলিয়ন খরচ করে দুইয়ে নিউক্যাসল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত