Ajker Patrika

সুলতানা কামালকে নিয়ে সিনেমায় কলকাতার রিয়া ঘোষ

সুলতানা কামালকে নিয়ে সিনেমায় কলকাতার রিয়া ঘোষ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুলতানা কামাল। ষাট ও সত্তরের দশকে অ্যাথলেটিক ট্র্যাক দাপিয়ে বেড়িয়েছেন তিনি। লং জাম্প ও ১০০ মিটার হার্ডলসে বরাবরই ছিলেন সেরা। তাঁর আরও একটি পরিচয় আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সহধর্মিণী সুলতানা আহমেদ খুকি (পরে সুলতানা কামাল)।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে শহীদ হয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘অ্যাথলেট সুলতানা কামাল’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করছেন রিয়াজুল হক ইমরান। সিনেমায় তুলে ধরা হবে সুলতানা কামালের বেড়ে ওঠা, নানা অর্জন আর পরিবারের গল্প।

সিনেমাটি নিয়ে নির্মাতা রিয়াজুল হক ইমরান বলেন, ‘সুলতানা কামালের জীবনটা স্বল্প সময়ের। মাত্র ২৩ বছরের জীবন। ১৯৫২ সালের ১০ ডিসেম্বর তাঁর জন্ম। আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যু। এই ছোট জীবনে সুলতানা কামালের বেড়ে ওঠা থেকে শুরু করে অ্যাথলেট হিসেবে তাঁর যত অর্জন আর স্বপ্নগুলো তুলে ধরা হবে। সে সময়ের নারী ক্রীড়াবিদ হয়ে ওঠার জার্নিটা দেখানো হবে। যেহেতু এটা স্বল্পদৈর্ঘ্য, তাই শুধু তাঁর জীবনীটাই ফোকাস করা হয়েছে।’

অ্যাথলেট সুলতানা কামাল স্বল্পদৈর্ঘ্যে নামভূমিকায় দেখা যাবে কলকাতার মডেল রিয়া ঘোষকে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় মাস্টার্স করছেন। সুলতানা কামাল চরিত্রে রিয়াকে নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে সুলতানা কামালের চেহারার সাদৃশ্য থাকবে। তাই রিয়াকে নেওয়া। পর্দায় চরিত্রটিও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সে। নির্মাতার জায়গা থেকে রিয়ার অভিনয়ে আমি সন্তুষ্ট।’

রিয়া এ মুহূর্তে দুর্গাপূজার ছুটি কাটাতে কলকাতায় আছেন। সেখান থেকে রিয়া বলেন, ‘কাজটি ভীষণ উপভোগ করেছি। বাংলাদেশে ফিরে কাজটি নিয়ে বিস্তারিত কথা বলব।’

ইতিমধ্যে শেষ হয়েছে ৩০ মিনিট ব্যাপ্তির অ্যাথলেট সুলতানা কামাল স্বল্পদৈর্ঘ্যের শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগির সব কাজ শেষ করে মন্ত্রণালয়ে সিনেমাটি জমা দেবেন বলে জানান নির্মাতা। এটি প্রযোজনা করছেন নেহরিন মোস্তফা, আর মেন্টর হিসেবে আছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ