Ajker Patrika

মিরপুরে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৭
মিরপুরে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে ৫ হাজার ৪১০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভুট্টা, সরিষা, গম, চিনাবাদাম ও সূর্যমুখী ফুলসহ শীতকালীন পেঁয়াজ, খেসারি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে সার ও বীজ প্রদানের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের।

উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ারদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত