Ajker Patrika

নৌকা পেতে মরিয়া ৭৯ জন

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ১৪
নৌকা পেতে মরিয়া ৭৯ জন

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা চান ৭৯ জন। জেলা মনোনয়নপ্রত্যাশীদের নাম সুপারিশ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন চান আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা।

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪৬ জনের জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। এই ৪৬ জন প্রার্থীর নাম জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে।

একইভাবে রাজনগর উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ৩৩ জন নৌকার মনোনয়নপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁদের নৌকার মনোনয়ন দেবেন, তাঁরাই নির্বাচনে অংশ নেবেন বলে জানান স্থানীয় নেতারা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ নভেম্বর। সদর ও রাজনগর উপজেলায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। আর নির্বাচন ২৩ ডিসেম্বর।

নির্বাচন অফিস সূত্র অনুযায়ী, সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১১৫। আর রাজনগর উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭০১ জন।

এদিকে দলীয় একাধিক প্রার্থীদের নিয়ে অনেকটা বিপাকে আওয়ামী লীগ। সর্বশেষ জুড়ী উপজেলায় ৫টি ইউনিয়নে একটিতে জয়লাভ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তাই প্রার্থী নির্বাচনে আওয়ামী লীগ বেশ সতর্কতার সঙ্গে এগোচ্ছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব বলেন, ‘ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্র থেকে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তিনিই আমাদের প্রার্থী। তাঁকে বিজয়ী করতে আমরা একত্রে কাজ করব। তবে আমরা চাই যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নিয়ে মানুষের সেবা করুক। এলাকাবাসীর উন্নয়ন করুক। কেন্দ্র থেকে অবশ্যই যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জহর লাল দত্ত বলেন, ‘স্থানীয় পর্যায়ে নির্বাচন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আগে স্থানীয় সরকার নির্বাচনে ওই এলাকার ত্যাগী ও সৎ ব্যক্তি নির্বাচিত হতেন। কিন্তু বর্তমানে দলীয় প্রতীকে নির্বাচন ও অসহনশীল চর্চার কারণে যোগ্য ব্যক্তি স্থানীয় জনপ্রতিনিধির প্রতিনিধিত্ব করার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত ও ব্যক্তিস্বার্থসম্পন্ন মানুষ নির্বাচিত হচ্ছেন। এর ফলে সমাজের জন্য ক্ষতি হচ্ছে। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

তবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন। আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সিলেটের চিরাচরিত প্রথা ধরে রেখে এই দুই উপজেলায় ইউপি নির্বাচনে প্রবাসী প্রার্থীরাও বেশ আগ্রহ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত