Ajker Patrika

বরগুনাগামী বাস থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ৫৮
বরগুনাগামী বাস থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে বরগুনাগামী যাত্রীবাহী বাস থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙ্গা থানা-পুলিশ। ওই কিশোরী ২৬ অক্টোবর রূপগঞ্জ থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল বলে জানায় পরিবার।

গতকাল বিষয়টি জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার। আনোয়ার সাত্তার বলেন, গত বুধবার সকালে ৯৯৯-এ কল দিয়ে এক নারী জানান, রূপগঞ্জের বাসা থেকে রাগ করে গত মঙ্গলবার দুপুরে তাঁর ১৫ বছর বয়সী ভাগনি বের হয়ে যায়। এরপর তাঁরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। কিছুক্ষণ আগে ফোনে তাঁর ভাগনি জানিয়েছে, সে বর্তমানে একটি বাসে আছে। বাসটি সকাল ৬টায় বরগুনায় পৌঁছাবে। তাঁর ভাগনি হয়তো কোনো অপহরণকারীর হাতে পড়েছে।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ থেকে ওই কিশোরীর ফোন নম্বরে কল করে বাসের সুপারভাইজারকে চাওয়া হয়। সুপারভাইজারের কাছ থেকে বাসের নম্বর ও অবস্থান জানা যায়।

পরে ভাঙ্গা থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে বরগুনাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস থামিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। তাকে অপহরণের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। ওই নারীর বাড়ি বরগুনা সদরে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক আরও জানান, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত