কে এম হিমেল আহমেদ
উত্তরের হিমালয়ের হিমেল বাতাস আর মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তরের জনপদ। এই শীতের দিন বিকেলে কোনো কাজেই মন বসে না। সারা দিন নানা ব্যস্ততায় থাকা মানুষটিও এ সময় একটু বিরাম নিতে চান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসও বিকেলে মুখরিত হয়ে উঠে অলস সময়ের আড্ডায়।
রংপুর শহরের অদূরে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি নিবিড় ছায়ায় ঘিরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার বৈচিত্র্যময় গাছপালা, বিভিন্ন চত্বর, ক্যাফেটেরিয়া ও রাস্তাগুলো বিমোহিত করে সবাইকে। সারি সারি গাছে অবিরাম মধুর সুরে স্বাগত জানায় হরেক রকমের পাখি। এগুলোতে মনে হয় যেন দিনে দিনে বেরোবি ক্যাম্পাস ফিরে পাচ্ছে নতুন মাত্রা।
এই ক্যাম্পাসে নভেম্বরের মাঝামাঝি থেকে বিভিন্ন দর্শনার্থীর পদচারণা লক্ষ্য করা যায়। বিকেলে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ গিটারের টুংটাং, একতারা ও বাঁশির সুর আর শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত হয় প্রতিনিয়ত।
স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী রিপন বলেন, ‘নিয়ম অনুযায়ী আমাদের খুব দ্রুতই ছেড়ে যেতে হবে প্রিয় ক্যাম্পাসটি। এত সুন্দর অপরূপ সাজানো গোছানো ক্যাম্পাস জীবনটি ভুলবার মতো না। বিশেষ করে শীতের দিনে কত শত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই ক্যাম্পাসে।’
সেদিন বিকেলে আবাসিক হল থেকে পার্কের মোড়ে যেতে ক্যাফেটেরিয়ার সামনের মাঠে দেখা হলো সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। ক্লাস শেষে তাঁরা মেতেছিল আড্ডায়। কথা হলো তাঁদের সঙ্গে। জানাল, শীতের মিষ্টি বিকেল উপভোগ করাটা সবাই পছন্দ করে। তাঁরাও তার ব্যতিক্রম নন। তাঁরা প্রতিদিনই ক্যাম্পাসে শীতের বিকেলটা আড্ডা দিয়ে উপভোগ করেন।
লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
উত্তরের হিমালয়ের হিমেল বাতাস আর মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তরের জনপদ। এই শীতের দিন বিকেলে কোনো কাজেই মন বসে না। সারা দিন নানা ব্যস্ততায় থাকা মানুষটিও এ সময় একটু বিরাম নিতে চান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসও বিকেলে মুখরিত হয়ে উঠে অলস সময়ের আড্ডায়।
রংপুর শহরের অদূরে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি নিবিড় ছায়ায় ঘিরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার বৈচিত্র্যময় গাছপালা, বিভিন্ন চত্বর, ক্যাফেটেরিয়া ও রাস্তাগুলো বিমোহিত করে সবাইকে। সারি সারি গাছে অবিরাম মধুর সুরে স্বাগত জানায় হরেক রকমের পাখি। এগুলোতে মনে হয় যেন দিনে দিনে বেরোবি ক্যাম্পাস ফিরে পাচ্ছে নতুন মাত্রা।
এই ক্যাম্পাসে নভেম্বরের মাঝামাঝি থেকে বিভিন্ন দর্শনার্থীর পদচারণা লক্ষ্য করা যায়। বিকেলে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ গিটারের টুংটাং, একতারা ও বাঁশির সুর আর শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত হয় প্রতিনিয়ত।
স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী রিপন বলেন, ‘নিয়ম অনুযায়ী আমাদের খুব দ্রুতই ছেড়ে যেতে হবে প্রিয় ক্যাম্পাসটি। এত সুন্দর অপরূপ সাজানো গোছানো ক্যাম্পাস জীবনটি ভুলবার মতো না। বিশেষ করে শীতের দিনে কত শত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই ক্যাম্পাসে।’
সেদিন বিকেলে আবাসিক হল থেকে পার্কের মোড়ে যেতে ক্যাফেটেরিয়ার সামনের মাঠে দেখা হলো সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। ক্লাস শেষে তাঁরা মেতেছিল আড্ডায়। কথা হলো তাঁদের সঙ্গে। জানাল, শীতের মিষ্টি বিকেল উপভোগ করাটা সবাই পছন্দ করে। তাঁরাও তার ব্যতিক্রম নন। তাঁরা প্রতিদিনই ক্যাম্পাসে শীতের বিকেলটা আড্ডা দিয়ে উপভোগ করেন।
লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪