Ajker Patrika

দরপত্র ছাড়াই বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫: ৪৪
দরপত্র ছাড়াই বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে কথিত জিনের বাদশার প্রতারণায় শিকার হয়েছেন তিন নারী। ওই তিন নারীকে নকল স্বর্ণের মূর্তি দিয়ে ১০ ভরি স্বর্ণালংকার ও বিকাশে ৪০ হাজার টাকা নিয়ে গেছেন প্রতারক জিনের বাদশা পরিচয় দেওয়া প্রতারক। সম্প্রতি সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুরে ঘটনাটি ঘটে। গত বুধবার রাতে ভুক্তভোগী পায়েলের (১৪) পরিবারের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপারের (সিঙ্গাইর সার্কেল) বরাবর লিখিত অভিযোগ করেন।

পায়েল পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের রবিউলের মেয়ে। অন্য দুই ভুক্তভোগী হলেন একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও শায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামের ওমর আলীর মেয়ে নূরজাহান (২৪)।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি জিনের বাদশা পরিচয় দিয়ে পায়েল নামের ওই কিশোরীর সঙ্গে কথা বলেন এক ব্যক্তি। পরবর্তী সময়ে লোভ দেখিয়ে নীলটেক সেতুর উত্তর পাশে নকল স্বর্ণের মূর্তি রেখে যান তিনি। পরে সেই মূর্তি সংগ্রহের পর ওই নারীদের ১০ ভরি স্বর্ণ এবং বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দিতে বলেন।

তিন নারী তাঁদের শর্ত অনুযায়ী ১০ ভরি স্বর্ণালকার ও বিকাশে ৪০ হাজার টাকা পরিশোধ করেন। কয়েক দিন পর তিন নারী বিষয়টি প্রতারণা বুঝতে পেরে তার আত্মীয়-স্বজনদের জানান। জিনের বাদশা পরিচয় দেওয়া ব্যক্তির মোবাইল ফোন নম্বরটি বর্তমান বন্ধ আছে।

সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত