Ajker Patrika

সাংবাদিক পরিচয়ে বিদ্যালয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১২: ০২
সাংবাদিক পরিচয়ে বিদ্যালয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

গফরগাঁওয়ে সাংবাদিক পরিচয়ে প্রতিবেদন প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজি করতে যাওয়া চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রহিমা খাতুনের সরকারি বাসভবন, ছাত্রী হোস্টেল ও বিদ্যালয়ে চার ব্যক্তি সাংবাদিক পরিচয়ে শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রশ্ন করে ভিডিও ধারণ করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক রহিমা খাতুনের বাসভবনে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলো করে বিদ্যালয়ের জাল কাগজপত্র খোঁজ করেন।

তাঁরা প্রধান শিক্ষককে জানান, বিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতির প্রতিবেদন প্রকাশের জন্য ঢাকা থেকে একটি টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম খান, একটি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জোবায়ের হাসান, মো. ইসহাক ও স্থানীয় আইনাল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি প্রধান শিক্ষক ৫ লাখ টাকার ব্যবস্থা করেন, তাহলে দুর্নীতির প্রতিবেদন প্রকাশিত হবে না।

বিষয়টি প্রধান শিক্ষক মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় সাংবাদিকদের জানালে ঘটনাস্থলে এসে তাঁরা ওই চারজনের পরিচয় ও ঘটনা সম্পর্কে জানতে চান। এ বিষয়ে তাঁরা অসংলগ্ন জবাব দিলে ইউএনও মো. আবিদুর রহমানের পরামর্শে সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় পুলিশের সহযোগিতায় দুপুরে বিদ্যালয় থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসেন।

পরে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ সংশ্লিষ্ট টেলিভিশন ও পত্রিকা অফিসে খোঁজখবর নেন। প্রাথমিক তদন্ত শেষে সন্ধ্যায় প্রধান শিক্ষকের চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক চারজনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা হয়েছে।

প্রধান শিক্ষক রহিমা খাতুন বলেন, মঙ্গলবার সকালে এই চার ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বিনা অনুমতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে ভিডিও ধারণ করেন। এ সময় প্রতিবেদন প্রকাশের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের জানালে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান।

সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন, এই চারজন সাংবাদিক পরিচয়দানকারীর বিনা অনুমতিতে সরকারি প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের ভেতরে প্রবেশ করে ভিডিও ধারণ ও চাঁদা দাবির সত্যতা মিলেছে।

ওই টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি বিনয় জানান, তাঁদের বার্তা বিভাগ কিংবা প্রশাসনিক বিভাগ থেকে গফরগাঁওয়ে প্রতিবেদন তৈরির জন্য কাউকে পাঠানো হয়নি।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে ওই চারজনের বিরুদ্ধে প্রধান শিক্ষকের আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত