Ajker Patrika

যমেক পূর্ণাঙ্গ হাসপাতাল দাবি

যশোর প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩: ৪৬
যমেক পূর্ণাঙ্গ হাসপাতাল দাবি

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতারা বলেছেন, যশোর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ মানুষ বহির্বিভাগে চিকিৎসা নেয়। ২৫০ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসাধীন থাকে সাড়ে ৩০০ থেকে ৪০০ মানুষ। সে হিসেবে এখানে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ সময়ের দাবি। কিন্তু ১০ বছর হয়ে গেলেও যশোর মেডিকেল কলেজটিকে হাসপাতালে রূপ দেওয়া সম্ভব হয়নি। যশোরের ক্ষমতাসীন নেতাদের দুর্বলতার কারণেই এমনটি হয়েছে।

রোববার বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তাঁরা। আধঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় নেতারা বলেন, ভৌগোলিক দিক থেকে যশোর খুবই গুরুত্বপূর্ণ জেলা। কিন্তু এখানকার জনপ্রতিনিধিরা জনগণের স্বার্থের দিকে তাকান না। তাঁরা কেবলই নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেন। এই নেতাদের দুর্বলতার কারণেই প্রথম ধাপে না হয়ে দ্বিতীয় ধাপে নির্মিত হয়েছে যশোর মেডিকেল কলেজ। এরপর নির্মিত হয়েও অনেক মেডিকেল কলেজে হাসপাতাল চালু হয়ে গেছে কিন্তু যশোরে আজও তা সম্পন্ন হয়নি।

বক্তারা বলেন, যশোর সদর হাসপাতালে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। মেডিকেল কলেজের শিক্ষকদের বসার জায়গা নেই। ইন্টার্ন চিকিৎসকদের বসার জায়গা নেই। রোগীদের ফ্লোরে থাকতে হয়। কোনো রোগীর সামান্য জটিলতা দেখা দিলে তাকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তা সম্ভবপর না হওয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। সব মিলিয়ে আমরা একপ্রকার জিম্মি হয়ে পড়েছি। এ অবস্থায় শিগগিরই যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবুল হোসেন, সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, আইডিইবি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, জন উদ্যোগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ, নারী সমাজের পক্ষে বিথিকি সরকার প্রমুখ।

মানববন্ধন শেষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত