Ajker Patrika

অতীশ দীপঙ্করে সভা ও পুরস্কার বিতরণী

সংবাদ বিজ্ঞপ্তি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৮
অতীশ দীপঙ্করে  সভা ও পুরস্কার বিতরণী

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উত্তরা স্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বুধবার বিকেলে ইউনিভার্সিটির খেলার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সাংসদ ইকবাল হোসেন অপু এবং মোহাম্মদ হাবিব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ।

সভাপতির বক্তব্যে লিয়াকত সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য মননশীল মানুষ, সুনাগরিক এবং আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করছেন।’ এ সময় অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ, সুলতানা পারভীন, সেলিনা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। -সংবাদ বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত