শচীন দেববর্মন কীভাবে গান তৈরি করতেন, শিল্পীদের সবাই তা জানতেন। তাই শিল্পীরা যখন তার কাছে গান তুলতে যাইতেন তখন কেউই জানতেন না আসলে কাকে দিয়ে শচীনকত্তা গান করাবেন।
মুম্বাইতে হেমন্ত একদিন হাসতে হাসতে বলেছিলেন, ‘যাচ্ছি শচীনদার গান তুলতে। কিন্তু কে গাইবে কেউ জানে না।’
দেখা গেল মান্না দে, তালাত মাহমুদ, মুকেশ, মোহাম্মদ রফি সবাই তাঁর গান তুলবে। যার কণ্ঠে গানটি ভালো লাগবে, তাঁকে দিয়েই সেটি করাবেন তিনি। এ ব্যাপারে কারও সঙ্গে কোনো ধরনের আপস করতেন না।
মান্না দে যখন বোম্বেতে পায়ের নিচে মাটি খুঁজছিলেন, সে সময়কার একটি ঘটনা। ‘তালাশ’ ছবির গান করা হচ্ছে। সংগীত পরিচালক শচীন দেববর্মন। সেই ছবিতে ‘তেরি নেয়না তালাশ কারকে’ গানটি মান্না দেকে দিয়ে গাওয়াবেন বলে ঠিক করেছিলেন শচীনকত্তা। শচীন মান্নাকে বললেন, ‘মানা তুই গেয়ে শোনা।’
শচীনকত্তা মান্না দেকে আজীবন ‘মানা’ বলে ডেকেছেন। মিউজিক রুমে সেদিন ছবির পরিচালক উপস্থিত ছিলেন। মান্না দের সামনেই পরিচালক শচীন দেবকে বললেন, ‘মান্না দে গাইবেন নাকি? মুকেশ কি হলো?’
শচীন দেববর্মন বললেন, ‘মুকেশ এ গান গাইতে পারবে না।’
পরিচালক সোজাসুজি বললেন, ‘এমন গান কেন বানালেন, যা মুকেশ গাইতে পারবেন না?’
তখন নিজস্ব স্টাইলে হিন্দিতে উত্তর দিলেন শচীনকত্তা, যার বাংলা করলে দাঁড়ায়, তালাশ ছবি যদি এস ডি বর্মন করে, তবে এই গানের সুরটাই থাকবে, আর মানাই গাইবে। পরিচালক যদি মনে করেন সেটা ভালো হবে না, তাহলে তিনি অন্য সংগীত পরিচালক নিতে পারেন।
শচীন দেববর্মন মান্না দেকে দিয়েই এই গানটি গাইয়েছিলেন এবং এরপর কী হয়েছিল, সে কথা ইতিহাস জানে। ছবিটি যখন সিলভার জুবিলিতে পৌঁছাল, তখন সেই পরিচালক বলেছিলেন, ‘এস ডি বর্মন সাব, আপনি আমাদের দাদা। আপনি চিরদিনের দাদা।’
সূত্র: পুলক বন্দ্যোপাধ্যায়, কথায় কথায় রাত হয়ে যায়, পৃষ্ঠা ৮৫
শচীন দেববর্মন কীভাবে গান তৈরি করতেন, শিল্পীদের সবাই তা জানতেন। তাই শিল্পীরা যখন তার কাছে গান তুলতে যাইতেন তখন কেউই জানতেন না আসলে কাকে দিয়ে শচীনকত্তা গান করাবেন।
মুম্বাইতে হেমন্ত একদিন হাসতে হাসতে বলেছিলেন, ‘যাচ্ছি শচীনদার গান তুলতে। কিন্তু কে গাইবে কেউ জানে না।’
দেখা গেল মান্না দে, তালাত মাহমুদ, মুকেশ, মোহাম্মদ রফি সবাই তাঁর গান তুলবে। যার কণ্ঠে গানটি ভালো লাগবে, তাঁকে দিয়েই সেটি করাবেন তিনি। এ ব্যাপারে কারও সঙ্গে কোনো ধরনের আপস করতেন না।
মান্না দে যখন বোম্বেতে পায়ের নিচে মাটি খুঁজছিলেন, সে সময়কার একটি ঘটনা। ‘তালাশ’ ছবির গান করা হচ্ছে। সংগীত পরিচালক শচীন দেববর্মন। সেই ছবিতে ‘তেরি নেয়না তালাশ কারকে’ গানটি মান্না দেকে দিয়ে গাওয়াবেন বলে ঠিক করেছিলেন শচীনকত্তা। শচীন মান্নাকে বললেন, ‘মানা তুই গেয়ে শোনা।’
শচীনকত্তা মান্না দেকে আজীবন ‘মানা’ বলে ডেকেছেন। মিউজিক রুমে সেদিন ছবির পরিচালক উপস্থিত ছিলেন। মান্না দের সামনেই পরিচালক শচীন দেবকে বললেন, ‘মান্না দে গাইবেন নাকি? মুকেশ কি হলো?’
শচীন দেববর্মন বললেন, ‘মুকেশ এ গান গাইতে পারবে না।’
পরিচালক সোজাসুজি বললেন, ‘এমন গান কেন বানালেন, যা মুকেশ গাইতে পারবেন না?’
তখন নিজস্ব স্টাইলে হিন্দিতে উত্তর দিলেন শচীনকত্তা, যার বাংলা করলে দাঁড়ায়, তালাশ ছবি যদি এস ডি বর্মন করে, তবে এই গানের সুরটাই থাকবে, আর মানাই গাইবে। পরিচালক যদি মনে করেন সেটা ভালো হবে না, তাহলে তিনি অন্য সংগীত পরিচালক নিতে পারেন।
শচীন দেববর্মন মান্না দেকে দিয়েই এই গানটি গাইয়েছিলেন এবং এরপর কী হয়েছিল, সে কথা ইতিহাস জানে। ছবিটি যখন সিলভার জুবিলিতে পৌঁছাল, তখন সেই পরিচালক বলেছিলেন, ‘এস ডি বর্মন সাব, আপনি আমাদের দাদা। আপনি চিরদিনের দাদা।’
সূত্র: পুলক বন্দ্যোপাধ্যায়, কথায় কথায় রাত হয়ে যায়, পৃষ্ঠা ৮৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫