Ajker Patrika

দর্শনার্থী এলেও পাঠক নেই

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১১
দর্শনার্থী এলেও পাঠক নেই

গফরগাঁওয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। তবে এখানে শহীদদের ছবি ছাড়া ব্যবহৃত কোনো স্মৃতি জাদুঘরের ভেতরে নেই। জেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থাপিত গণগ্রন্থাগারটিতে চার হাজারের অধিক বই রয়েছে। কিন্তু পাঠকের অভাবে অলস পড়ে আছে গ্রন্থাগারটি।

উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে রাওনার পাঁচুয়া গ্রামে ভাষাশহীদ আব্দুল জব্বারের পৈতৃক ভিটার পাশেই প্রতিষ্ঠিত হয়েছে এ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এ ছাড়া এখানে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়। সারা বছর এসব প্রাঙ্গণ নীরব থাকলেও ভাষার মাসে মিলনমেলায় পরিণত হয় শহীদ জব্বারের জন্মভিটা। এখানে সরকারি পর্যায়ে উদ্‌যাপিত হয় অমর একুশে অনুষ্ঠানমালা।

তবে দুঃখজনক হলো, চার হাজারের বেশি সংগ্রহ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা গ্রন্থাগার ও জাদুঘরটিতে কোলাহল নেই। বিশাল হলরুমে ফাঁকা পড়ে আছে শুধু চেয়ার-টেবিল। মাঝে মাঝে উঁকি দিয়ে যায় কিছু দর্শনার্থী। আগে এখানে দৈনিক পত্রিকা রাখা হলেও পাঠক নেই বলে এখন আর রাখা হয় না। ছুটির দিন বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এই স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর।

এদিকে গ্রন্থাগার দেখাশোনা ও পরিচালনার জন্য লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান, পিয়নসহ মোট ৫টি পদ থাকলেও এখানে কর্মরত আছেন দুজন। লাইব্রেরিয়ান কায়সারুজ্জামান জানান, অনেক মূল্যবান বইয়ের সমাহার রয়েছে গ্রন্থাগারে। নিয়মিতভাবেই গ্রন্থাগার খোলা হয়। ভাষার মাসে দর্শনার্থীরা এলেও বই পড়ার জন্য পাঠক তেমন আসেন না।

পৌর এলাকার বাসিন্দা শিক্ষার্থী তাহমিনা আক্তার গ্রন্থাগার ও জাদুঘর দেখতে এসে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ভাষাশহীদ জব্বারের ব্যবহৃত কোনো স্মৃতি এখানে নেই। আরেক শিক্ষার্থী সাব্বির আহম্মেদ বলেন, উপজেলা সদর থেকে সরাসরি যানবাহন না থাকায় আসা-যাওয়া করতে পরিবহনসংকটে পড়তে হয়।

তবে চারুশিল্পী জহিরুল ইসলাম সুমন বলেন, এখানে মাঝেমধ্যে আসা হয় ছবি আঁকার জন্য। প্রকৃতির কোলে বসে ছবি আঁকতে ভালো লাগে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করে ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছি। বইয়ের সংখ্যা ও মানের দিক থেকে বেশ সমৃদ্ধ একটি গ্রন্থাগার এটি। কীভাবে পাঠকদের আকৃষ্ট করা যায়, এ বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত