Ajker Patrika

নতুন নীতিমালায় এসআই সার্জেন্ট কনস্টেবল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৩০
নতুন নীতিমালায় এসআই  সার্জেন্ট কনস্টেবল নিয়োগ

পুলিশ বাহিনীর সদস্যরা এমন কোনো কাজ করতে পারবেন না, যাতে বাহিনী ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে এই প্রতিশ্রুতির কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সামনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, নতুন নীতি-মালায় পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। পার্শ্ববর্তী দেশ এবং উন্নত দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করেই কনস্টেবল নিয়োগ নীতিমালা করা হয়েছে। এর ফলে কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্য লোক পাওয়া যাবে। পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা মেনে লোক নিয়োগ করা হবে।

পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পর্ক থাকতে পারবে না উল্লেখ করে আইজিপি বলেন, মাদকের সঙ্গে কারও কোনো সম্পর্ক থাকলে বেরিয়ে আসতে হবে। কোনো পুলিশ সদস্যের মাদক গ্রহণ, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বলেন, বিট পুলিশিংয়ের কারণে বর্তমানে মামলা অর্ধেকে নেমে এসেছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে তৎপর হওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘আমরা যেখানেই কাজ করি না কেন, আমাদের পদচিহ্ন রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। যাতে মানুষ আমাদের মনে রাখে।’

মামলা তদন্ত পুলিশের প্রধান দায়িত্ব উল্লেখ করে আইজিপি বলেন, মামলা তদন্তের মান আরও বাড়াতে হবে। তদন্তের প্রতি অত্যন্ত মনোযোগী হতে হবে। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সরকার ও পুলিশ বাহিনীর অনুশাসন মেনে চলার নির্দেশ দেন।

বেনজীর আহমেদ বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত