Ajker Patrika

চাঁদাবাজি ও মাদকের সঙ্গে নতুন সমস্যা কিশোর গ্যাং

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৯: ০৭
চাঁদাবাজি ও মাদকের সঙ্গে নতুন সমস্যা কিশোর গ্যাং

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৬ জানুয়ারি। নির্বাচন সামনে রেখে সিদ্ধিরগঞ্জের সাধারণ কাউন্সিলর প্রার্থীরা বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁদের পাশাপাশি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন সমানতালে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসা এই ওয়ার্ডের অন্যতম সমস্যা। এর সঙ্গে নতুন যোগ হয়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ডিএনডি শাখা খালের পচা পানির দুর্গন্ধ ও মশার উপদ্রবে নাকাল ওয়ার্ডের সাধারণ মানুষ। এখানে নেই পর্যাপ্ত সংখ্যক খেলার মাঠ ও পার্ক। এ ছাড়া এই ওয়ার্ডে নেই ময়লা রাখার কোনো নির্দিষ্ট জায়গা। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নানা সমস্যায় জর্জরিত এই ওয়ার্ডের প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশাও বেশি। তাঁরা চান এখানে ভালো মানের একটি হাসপাতাল নির্মাণ হোক।

এসব সমস্যা সামনে রেখে সংরক্ষিত-১ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা এলাকায় যে সব প্রতিশ্রুতি দিচ্ছেন, তা বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁরা নারীর ক্ষমতায়ন ও ঘরে-বাইরে নারীদের যৌন হয়রানি বন্ধ করতে চান। এ ছাড়া নির্বাচিত হলে পরিকল্পিত একটি ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। যেখানে সব মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। তাঁরা বলছেন, কিশোর গ্যাং ও মাদকমুক্ত ওয়ার্ড প্রতিষ্ঠা করাই তাঁদের প্রধান লক্ষ্য। এ ছাড়া জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে করা হবে উন্নয়ন পরিকল্পনা।

এসব নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন কৌশলে নির্বাচনী এলাকায় ভোট প্রার্থনা করেছেন তাঁরা। গত কয়েক দিনে সিদ্ধিরগঞ্জের তিনটি ওয়ার্ড ঘুরে নারী কাউন্সিলর প্রার্থীদের ভোট চাওয়ার বিভিন্ন কৌশল চোখে পড়ে। তাঁদের কেউ কেউ প্রতিবেশী একাধিক নারীকে পালাক্রমে সঙ্গে নিয়ে প্রচারের বের হচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। ভোটারদের বাড়ি যাওয়ার পথে সামনে কাউকে পেলেই তাঁর হাতেও ধরিয়ে দিচ্ছেন লিফলেট। আর সঙ্গের নারীরা ওই ব্যক্তির কাছে তাঁদের প্রার্থীর প্রতীকে ভোট দিতে অনুরোধ জানাচ্ছেন।

সংরক্ষিত-১ (১,২ ও ৩) নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৭৬ হাজার ৭০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪১৯ জন। নারী ভোটার ৩৮ হাজার ২৭৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ২ জন।

এই ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৬ জন। তাঁদের মধ্যে আসুরা বেগম চশমা প্রতীক, চম্পা ভুইয়া আনারস, জিয়াসমিন আক্তার জুথি স্টিলের আলমারি, নাজমা বেগম মোবাইল ফোন, মাকসুদা মোজাফফর গ্লাস এবং শামীম আরা লাভলী পেয়েছেন বই প্রতীক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত