Ajker Patrika

মহানবী (সা.)-এর মর্যাদা নির্ণয়ে ভারসাম্য

ড. মুফতি হুমায়ুন কবির
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫: ২৭
মহানবী (সা.)-এর  মর্যাদা নির্ণয়ে  ভারসাম্য

আল্লাহ তাআলার মর্যাদার সঙ্গে কারও মর্যাদার তুলনা হতে পারে না। তিনি মহান সৃষ্টিকর্তা; তাঁর সঙ্গে কোনো সৃষ্টির তুলনা চলে না। মহান আল্লাহর পরে নবী-রাসুলদের মর্যাদা। আর রাসুলদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ। সেদিকে ইঙ্গিত করেই মহানবী (সা.) এরশাদ করেছেন, ‘মহান আল্লাহ ইবরাহিমের সন্তানদের মধ্য থেকে ইসমাইলকে নির্বাচিত করেছেন। ইসমাইলের সন্তানদের মধ্য থেকে বনি কিনানাকে নির্বাচিত করেছেন। বনি কিনানার মধ্য থেকে কুরাইশকে নির্বাচিত করেছেন। কুরাইশদের মধ্য থেকে বনি হাশিমকে নির্বাচিত করেছেন। আর বনি হাশিমের মধ্য থেকে আমাকে নির্বাচিত করেছেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৬০৫)

আল্লাহ তাআলার গুণাবলির মধ্যে যেমন কোনো অংশীদার নেই, ঠিক তেমনি মহানবী (সা.)-এর গুণাগুণের ক্ষেত্রেও তিনি অদ্বিতীয়; সকল সৃষ্টির মধ্যে অতুলনীয়। অন্য নবী-রাসুলদের মতো তাঁকেও আল্লাহ নিজেই নবুওয়াতের জন্য নির্বাচিত করেছেন। হাদিসে এসেছে, মহানবী (সা.) এরশাদ করেন, ‘আমি ইসা ইবনে মারইয়ামের কাছাকাছি সময়ের। দুনিয়া ও আখেরাতে সব নবী সৎভাই; তাঁদের মা ভিন্ন হলেও ধর্ম এক (অর্থাৎ, আমলের ক্ষেত্রে ভিন্ন হলেও তওহিদের ক্ষেত্রে তাঁরা সবাই এক ও অভিন্ন)।’ (সহিহ্ বুখারি, হাদিস: ৩৪৪৩)

তবে পরিতাপের বিষয় হলো, মহানবী (সা.)-এর মর্যাদা নির্ণয়ে অনেকে বাড়াবাড়ি করে; আল্লাহর জন্য নির্ধারিত গুণাগুণে তাঁকে অংশীদার সাব্যস্ত করে। আবার কেউ কেউ তাঁকে সাধারণ মানুষের সঙ্গে মেলাতে পছন্দ করে। দুই ধরনের চিন্তাই বাড়াবাড়ির নামান্তর; যা কোনোভাবেই কাম্য নয়। ইসলাম মধ্যপন্থার ধর্ম; সবকিছুতে ভারসাম্য রক্ষা করতে বলে ইসলাম। তাই মহানবী (সা.)-এর মর্যাদা নির্ণয় করতে গিয়ে বাড়াবাড়ি করা ইসলাম সমর্থন করে না। আকাবার শপথের দিন মহানবী (সা.) বললেন, ‘হে লোক সকল, অতিরঞ্জন থেকে নিজেদের বিরত রাখো। কেননা তোমাদের আগের জাতিগুলো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে।’ (ইবনে মাজাহ, হাদিস: ৩০২৯)

বাড়াবাড়ির পরিণাম গোমরাহির অতল গহ্বরে নিমজ্জিত হওয়া এবং ইমান-আকিদা নষ্ট হওয়া। খোদ মহানবীই (সা.) তাঁর মর্যাদার ব্যাপারে বাড়াবাড়ি না করতে বলে গেছেন। তিনি বলেছেন, ‘তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি কোরো না, যেমন খ্রিষ্টানরা ইসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তাই তোমরা আমার ব্যাপারে বলো, “তিনি আল্লাহর বান্দা ও রাসুল”।’ (সহিহ্ বুখারি, হাদিস: ৩৪৪৫)

ড. মুফতি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত