Ajker Patrika

ফায়ার সার্ভিস সপ্তাহে শপথ জীবন-সম্পদ রক্ষার

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৫৩
ফায়ার সার্ভিস সপ্তাহে শপথ জীবন-সম্পদ রক্ষার

‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা, আলোচনা সভা, মহড়া, গণসংযোগ, ক্রোড়পত্র প্রকাশ, পতাকা উত্তোলনসহ নানা আয়োজন করা হয়।

হালুয়াঘাট: হালুয়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। এ ছাড়া মহড়া ও গণসংযোগ, ক্রোড়পত্র প্রকাশ, লিফলেট ও পোস্টারসহ প্রচারপত্র বিতরণ করা হবে।

নান্দাইল: নান্দাইলে বৃহস্পতিবার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে প্রধান অতিথি হিসেবে সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন এ সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও স্টেশন কর্মকর্তা আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল প্রমুখ।

ঈশ্বরগঞ্জ: ঈশ্বরগঞ্জে গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোসা. হাফিজা জেসমিন।

ভালুকা: ভালুকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

ধোবাউড়া: ধোবাউড়ায় ফায়ার সার্ভিস সপ্তাহে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও রাফিকুজ্জামান। পরে আলোচনা সভায় স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত