নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিন গড়িয়ে সন্ধ্যা হতেই ঢাকার বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের বায়ুমান সূচকে এমন চিত্রই উঠে এসেছে।
গতকাল বিকেল ৪টায় ঢাকায় বায়ুমান সূচক ছিল ২১৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। রাত সাড়ে ৮টা নাগাদ সূচক দাঁড়ায় ৩৪৯-এ, যা ‘বিপজ্জনক’ হিসেবে দেখানো হয়েছে।
স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বিভিন্ন জনপদের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থার পর্যবেক্ষণে এ রকমই দেখা যায়। সূচক অনুযায়ী, সকাল থেকে দিন যতই গড়িয়ে যেতে থাকে, ততই ঢাকার বাতাসে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে।
একই সূচকে সোমবার বিকেলে ঢাকার বায়ুমান ছিল ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’। একই দিন সন্ধ্যা ৭টায় বায়ুমান ছিল ২৫২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান) সৈয়দ নজমুল আহসানের কাছে গতকাল সন্ধ্যায় টেলিফোনে জানতে চাওয়া হলে ঢাকার বাতাসের মান সম্পর্কে যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষণ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
সূচকে কোন এলাকার স্কোর ৫০ থেকে ১০০ হলে বায়ুমান ‘মধ্যম’ এবং ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়ে থাকে, যা ওই এলাকার মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
একই সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে মঙ্গলবার বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। এর চেয়েও খারাপ অবস্থায় থেকে প্রথম স্থানে ছিল পাশের দেশ ভারত।
দিন গড়িয়ে সন্ধ্যা হতেই ঢাকার বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের বায়ুমান সূচকে এমন চিত্রই উঠে এসেছে।
গতকাল বিকেল ৪টায় ঢাকায় বায়ুমান সূচক ছিল ২১৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। রাত সাড়ে ৮টা নাগাদ সূচক দাঁড়ায় ৩৪৯-এ, যা ‘বিপজ্জনক’ হিসেবে দেখানো হয়েছে।
স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বিভিন্ন জনপদের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থার পর্যবেক্ষণে এ রকমই দেখা যায়। সূচক অনুযায়ী, সকাল থেকে দিন যতই গড়িয়ে যেতে থাকে, ততই ঢাকার বাতাসে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে।
একই সূচকে সোমবার বিকেলে ঢাকার বায়ুমান ছিল ১৮০, যা ‘অস্বাস্থ্যকর’। একই দিন সন্ধ্যা ৭টায় বায়ুমান ছিল ২৫২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান) সৈয়দ নজমুল আহসানের কাছে গতকাল সন্ধ্যায় টেলিফোনে জানতে চাওয়া হলে ঢাকার বাতাসের মান সম্পর্কে যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষণ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
সূচকে কোন এলাকার স্কোর ৫০ থেকে ১০০ হলে বায়ুমান ‘মধ্যম’ এবং ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়ে থাকে, যা ওই এলাকার মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে বলে পর্যবেক্ষণে বলা হয়েছে।
একই সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে মঙ্গলবার বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। এর চেয়েও খারাপ অবস্থায় থেকে প্রথম স্থানে ছিল পাশের দেশ ভারত।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫