Ajker Patrika

মাছের দাম বৃদ্ধি, মুরগিতে স্বস্তি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
মাছের দাম বৃদ্ধি, মুরগিতে স্বস্তি

ময়মনসিংহের বাজারে কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। তবে বেড়েছে সব ধরনের মাছের দাম। এ ছাড়া বেড়েছে আদা, পেঁয়াজ, আটা ও আলুর দাম। সবজির দাম না বাড়লেও এখনো ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ মানুষের। গতকাল শনিবার সকালে শম্ভুগঞ্জ বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

ক্রেতা শাহজাহান আলী বলেন, ‘এখন সবজির মৌসম, তারপরও বাজারে আসলে মাথা নষ্ট হয়ে যায়। মনে হচ্ছে আর কয়েক দিন পরে না খেয়ে থাকতে হবে।’

ব্যবসায়ীরা জানান, দেশি আদা ৭০ টাকায় বিক্রি হলেও ইন্ডিয়ান আদা কেজিতে ৭০ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে। ভারতীয় পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাকা হলেও দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা। এদিকে রসুন ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ টাকা হয়েছে।

শম্ভুগঞ্জে মাছ বিক্রেতা আলামিন জানান, দেশি মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। দেশি ছোট ট্যাংরা ৫০০ টাকা, চাপিলা ৪০০ টাকা, দেশি সুলুঙ্গি ৪০০ টাকা, আইড় ৫০০ টাকা, দেশি ইছা ৬০০ টাকা, বালিয়া ২৫০ থেকে ২৮০ টাকা, পাঙাশ ১১০ থেকে ১২০ টাকা, চাষের ট্যাংরা ৪০০ টাকা ও পাবদা মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া গুতুম ৬৬০ টাকা, ফলিয়া ৩০০ টাকা, রাজপুটি ২০০ টাকা, বাউশ ২৫০ টাকা, কার্প ২২০ টাকা, রুই ২৭০ টাকা, মৃগেল ২৫০ টাকা, শিং ৪৫০ টাকা, মাগুর ৪০০ টাকা, কই মাছ ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, কচু ৩০ টাকা কেজি, লতা ৩০ টাকা কেজি, কাঁচা কলা ২৫ টাকা হালি, শশা ৩০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ২০ টাকা, লেবু ১৫ টাকা হালি, টমেটো ১২০ টাকা, গাজর ১২০ টাকা, শিম ১৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, পটল ৫০ টাকা, দেশি করলা ৮০, হাইব্রিড ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা বোলানাথ দাস দাস বলেন, ছোলা বুট ৭৫ টাকা, চিনি ৮০ টাকা, খোলা আটা ৩২, বুটের ডাল ৮০, খেসারি ৭০ টাকা, মটর ডাল ১১০, মুগডাল ১৪০, ভাঙা মাষকলাই ১০০, মাষকলাই ১৩০, দেশি মসুর ডাল ১১০ টাকা, ভারতীয় মসুর ডাল ৯০, অ্যাংকার ডাল ৪৫ টাকা, খোলা সয়াবিন তেল ১৬০ টাকা, পাম ওয়েল ১৪৫, কোয়ালিটি ১৫০ ও বোতলজাত ১৫৩ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতা রাকিব বলেন, সোনালি ও ব্রয়লার মুরগির দাম কমলেও লেয়ার মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ১৪৫ টাকা, সোনালি ১৮০ ও সাদা কক ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া ফার্মের মুরগির ডিম ৩৮ টাকা হালি, হাঁসের ৪৫ ও সোনালি মুরগির ডিম ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে।

মাংস মহালের মাংস বিক্রেতা সুলতা মিয়া বলেন, খাসির মাংস ৮০০ টাকা ও গরুর মাংস ৫৬০ থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পারভিন আক্তার বলেন, ‘বাজারে মাংসের চেয়ে সবজির দাম বেশি। কোনো মনিটরিং ব্যবস্থা নাই। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে।’

এ বিষয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহসভাপতি শংকর সাহা বলেন, ‘দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিষয়টিতে আমাদের হাতে নেই। এটা জাতীয় সমস্যা। ঢাকা থেকে ব্যবসায়ীরা যে দামে দ্রব্য ক্রয় করে, এর চেয়ে দুই এক টাকা লাভ করে বিক্রি করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত