Ajker Patrika

‘পাঠান’ সিনেমার ঘোষণাতেই মাত ভক্তরা

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১০: ৩৩
‘পাঠান’ সিনেমার  ঘোষণাতেই   মাত ভক্তরা

প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শাহরুখ খান নিজেই প্রকাশ করলেন ‘পাঠান’ সিনেমার টিজার। এক ঝলক দেখা গেল কিং খানের। হোক না কয়েক সেকেন্ড! তাঁর এক ঝলক হেঁটে আসা, কণ্ঠস্বর ইতিমধ্যেই মোহিত করেছে বিশ্বজুড়ে শাহরুখ খান ভক্তদের। একই সঙ্গে ঘোষণা করা হলো ‘পাঠান’ সিনেমার মুক্তির তারিখও। সোশ্যাল মিডিয়ায় এখন ছেয়ে গেছে এই সিনেমার টিজারে।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান পোস্ট করলেন ‘পাঠান’ সিনেমার টিজার। ঘোষণা করলেন মুক্তির তারিখ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। টিজারের শুরুও তাঁদের সংলাপেই। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

টিজার পোস্ট করে শাহরুখ লেখেন, ‘আমি জানি দেরি হয়ে গেল, কিন্তু তারিখটা মনে রাখবেন। “পাঠান” সময় শুরু হচ্ছে এখন... ২৫ জানুয়ারি, ২০২৩ সালে দেখা হচ্ছে সিনেমা হলে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে।’

‘পাঠান’ নিয়ে কম জল্পনা হয়নি। সিনেমা মুক্তির তারিখ, অন্যান্য অভিনেতার নাম থেকে শুরু করে শাহরুখের নতুন লুক এবং সেট থেকে তাঁর ছবি ফাঁস হয়ে যাওয়া, এমনকি পুরোনো ছবি এডিট করে প্রকাশ—সবই ঘটেছে। এবার নিজেই প্রকাশ্যে আনলেন তাঁর লুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত