Ajker Patrika

সাভারে ডাকাতির গরু নারায়ণগঞ্জে উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
সাভারে ডাকাতির গরু নারায়ণগঞ্জে উদ্ধার

সাভারে ডাকাতি হওয়া ৬টি গরু নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গরুগুলো ডিবি পুলিশ নিজেরাই ভুক্তভোগী মালিকের বাড়ি পৌঁছে দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দেলোয়ার হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি ইয়াসিন মুন্সী। এর আগে শনিবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার দেলোয়ার হোসেন (৩৫), ঘাটাইল থানার হ‌ুমায়ূন কবির (৩৪), হালিম মিয়া (২৮), নাটোরের গুরুদাসপুর থানার সুমন মুন্সী (২০), ময়মনসিংহের মুক্তাগাছা থানার আলী হোসেন (৫৬), নারায়ণগঞ্জের বন্দর থানার মোসলেউদ্দিন (৫২) ও সবুজ মিয়া (৩৩)

ডিবি পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর ভোর রাতে সাভারের হেমায়েতপুরে ঝাউচর এলাকার আশরাফুল ইসলামের বাড়িতে হানা দেয় ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাসহ ৭টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আশরাফুল ইসলামের স্ত্রী দোলন চাপা আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।

ডিবি পুলিশ ঢাকা জেলা উত্তরের পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত