Ajker Patrika

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খোকন মণ্ডলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মণ্ডল পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় খোকনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। সে সময় খোকন আদালতে উপস্থিত ছিলেন না। ২০১৭ সালে মামলার রায় ঘোষণার পর দীর্ঘ তিন বছর ছয় মাস ধরে পলাতক ছিলেন আসামি।

আরও জানা গেছে, আসামিকে গ্রেপ্তার করতে থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ও তাঁর সহযোগীরা চা বিক্রেতার ছদ্মবেশ নেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এসআই আরিফুল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা খোকনকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে ছদ্দবেশ ধরে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত