Ajker Patrika

অ্যাপ দেখে ত্বক চর্চা

আনিকা জীনাত, ঢাকা
অ্যাপ দেখে ত্বক চর্চা

ত্বক সুন্দর রাখার জন্য কত কিছুই না করতে হয়। চা থেকে চিনি বাদ দেওয়া, শাকসবজি বেশি খাওয়া, প্রচুর পানি পান করা–এসবই নিজের ত্বক টানটান রাখার সাধারণ কৌশল। তবে প্রযুক্তির সহায়তা নিলে নিজের চেহারায় বয়সের ছাপ বা ব্রণের দাগ নিয়ে চিন্তা করতে হবে না। আপনার হয়ে সব চিন্তা অ্যাপই করবে।

ফেস ইয়োগা এক্সারসাইজেস
ত্বকের মাংসপেশি টানটান ও শক্ত রাখতে অ্যাপটি দেখে কয়েক ধরনের ইয়োগা করতে পারেন। ইয়োগা স্ট্রেচেস ত্বকের নমনীয়তা বাড়ায়। এতে রক্ত চলাচল বাড়ে। ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বলি রেখা ঠেকাতে চোখ, চোয়াল, চিবুক, গাল ও ঠোঁটের জন্য আছে আলাদা ব্যায়াম। মুখের চর্বি কমাতে সহায়তা করবে এমন ব্যায়ামও দেখানো হয়েছে এতে। ত্বকে তারুণ্যভাব ধরে রাখতে নারী-পুরুষের জন্য আছে আলাদা আলাদা ব্যায়াম। নিজের ওজন, উচ্চতা, বয়সসহ আরও কিছু তথ্য দিলে অ্যাপই আপনার উপযোগী পরিকল্পনা কোনটি তা বলে দেবে। ৩০ দিনের ব্যায়াম শেষে আপনিই পার্থক্য বুঝতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।

ওয়াটার ড্রিংক রিমাইন্ডার
দাগহীন ত্বক চাইলে প্রচুর পানি পান করতে হবে। শুধু ওজন জানালেই ওয়াটার ড্রিংক রিমাইন্ডার অ্যাপটি আপনাকে বলে দেবে ঠিক কতটুকু পানি আপনার শরীরের জন্য প্রয়োজন। পানি পান করতে যেন ভুলে না যান তা নিশ্চিতে নিয়মিত বিরতিতে রিমাইন্ডার পাঠাবে অ্যাপটি। এই অ্যাপের তথ্যগুলো স্মার্ট ওয়াচের সঙ্গেও সিঙ্ক করা যাবে। ৩০টি দেশে সবচেয়ে জনপ্রিয় হেলথ অ্যাপ এটি। শুধু ত্বক নয়, কিডনির সুরক্ষার জন্যও অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যাবে।

কিয়োর অ্যাকনি
এই অ্যাপ কোনো রকম কেমিক্যাল ছাড়াই ৩০ দিনের মধ্যে আপনার ব্রণ দূর করার টোটকা বলে দেবে। ‘কিয়োর অ্যাকনি (ব্রণ) ইন ৩০ ডেইজ-নো কেমিক্যাল’ নামের অ্যাপটি নারী-পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন। ঝকঝকে ত্বক পেতে প্রতিদিন নতুন কিছু করতে বলা হবে এখানে। প্রথম দিন ত্বক পরিষ্কার, দ্বিতীয় দিন অ্যান্টি-অ্যাকনি মাস্ক, তৃতীয় দিন ওয়াটার ডিটক্স–এভাবে ৩০ দিন ৩০ রকমভাবে ত্বকের যত্ন নিতে বলবে অ্যাপটি।

অ্যাপটি খুলেই প্রথম দিন ত্বক পরিষ্কারের উপকরণ দেখতে পারবেন। এগুলো দিয়ে প্যাক বানিয়ে কতক্ষণ মুখে লাগিয়ে রাখবেন তা জানতে টাইমার সেট করতে হবে। শুকানোর পর ধুয়ে ফেললে মার্ক কমপ্লিটেড অপশনে ক্লিক করতে হবে। কীভাবে আরও ভালো ফল পাবেন, সে বিষয়ে বিভিন্ন টিপসও জানতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

হোম মেড বিউটি টিপস
মুখ, চুল, চোখ, ত্বক ও হাত-পায়ের যত্ন নেওয়া শেখাতে ৫টি আলাদা বিভাগ আছে এতে। প্রতি বিভাগে রয়েছে বেশ কয়েকটি টিপস। যেমন ঘরোয়া উপাদান ব্যবহার করে চুলের আগা ফাটা রোধ করা বিষয়ে ১৯টি টিপস আছে এতে। তেমনি স্ট্রেচ মার্কস (ত্বক ফাটা দাগ) দূর করার জন্য রয়েছে ২০টি উপায়। এখানে যেসব প্যাক বা উপকরণ বানানোর কৌশল বলা হয়েছে, সবই প্রাকৃতিক।

গ্লো ফেস টিপস
উজ্জ্বল ত্বক পেতে কোন কোন খাবার খেতে হবে, তা জানাবে অ্যাপটি। ত্বকের যত্নে কী করবেন আর কী করবেন না, তা স্পষ্টভাবে বলা আছে এতে। হলুদ, নারকেলের তেল, অ্যালোভেরা, বেকিং সোডা, লেবু, পেঁপে, শসা, মধু, উপটান, অলিভ অয়েল, গ্রিন টি, কর্ড লিভার অয়েল, গোলাপজল, জাফরান, দুধ, কলা ও কমলার ছাল দিয়ে কীভাবে ফেসপ্যাক তৈরি করতে হয় এবং সপ্তাহে কয় দিন ব্যবহার করা উচিত, তা স্পষ্ট করে লেখা আছে।
এ ছাড়া গাজর, কমলা, আপেল ও শসার জুস সপ্তাহে কয় দিন খেতে হবে, খেলে কী কী উপকার পাবেন, তা উল্লেখ আছে। অ্যাপটি শুধু গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত