Ajker Patrika

ব্রিসবেন টেস্ট মাইলফলক ছুঁয়ে শেষের নায়ক লায়ন

আরমান হোসেন পার্থ, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ২১
ব্রিসবেন টেস্ট মাইলফলক ছুঁয়ে শেষের নায়ক লায়ন

একটি উইকেটের জন্য ১১ মাস অপেক্ষায় ছিলেন নাথান লায়ন। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ড যখন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল, লায়ন বেছে নিলেন সেই সময়টাকেই।

গতকাল সকালে জো রুট ও ডেভিড মালানের জমাট বাঁধা জুটি ভেঙে লায়ন শুধু ১১ মাস উইকেটশূন্য থাকার খরা ঘোচাননি, ছুঁয়েছেন ৪০০ উইকেটের মাইলফলক। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ৩৪ বছর বয়সী এই অফ স্পিনার। মাইলফলক স্পর্শের পর নিয়েছেন আরও ৩ উইকেট।

লায়নের কীর্তির দিনে ৯ উইকেটের একপেশে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গ্যাবায় একদিন হাতে রেখে পাওয়া জয়ে মর্যাদার অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। রুট-মালানকে ছেঁটে দ্রুতই ইংল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। সফরকারীদের দ্বিতীয় ইনিংস ২৯৭ রানে আটকে দেওয়ায় অজিদের লক্ষ্য ছিল মাত্র ২০ রানের।

অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পরিস্থিতি অবশ্য তৈরি হয় প্রথম দিনেই। ইংলিশদের ১৪৭ রানে আটকে রাখে প্যাট কামিন্সের দল। পরে ট্রেভিস হেড-ডেভিড ওয়ার্নারের ব্যাটে ৪২৫ রান করে পায় ২৭৮ রানের বড় লিড। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে সেই লিড পেরিয়ে অস্ট্রেলিয়াকে একটা জুতসই লক্ষ্য দেওয়ার আভাস দিয়েছিলেন রুট-মালান। এ দুজন বাদ দিলে পরে আর কেউই দাঁড়াতে পারেননি। ২ উইকেটে ২২০ থেকে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৯৭ রানে।

টেস্টে ৪০০ উইকেট নেওয়ার দিনে লায়নই হয়েছেন মূল হন্তারক। ৯১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুই উইকেট নিয়েছেন কামিন্স। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে মোট ৭ উইকেট নিলেন তিনি। কাল চতুর্থ দিনের শুরুতেই ধাক্কায় খায় ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারে মালানকে ফিরিয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন লায়ন। একটু পর অধিনায়ক রুটকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে উল্লাসে মাতেন ক্যামেরন গ্রিন। এরপরেই মড়ক লাগে ইংলিশদের ইনিংসে।

বেন স্টোকস থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু ৪৯ বলে ১৪ রান করে তিনি ফেরেন কামিন্সের বলে। জস বাটলার প্রথম ইনিংসের মতো প্রতিরোধের আভাস দিতেই নিভেছেন। জস হ্যাজলউডের বলে শেষ হয়েছে তার ২৩ রানের ইনিংস। ক্রিস ওকসকে ছাঁটেন গ্রিন। শেষ দুই উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস মুড়ে দেন লায়ন।

প্রথম টেস্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা ঠিক না জমলেও জন্ম হয়েছে মনে রাখার অনেক ঘটনার। কয়েকটি ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত